Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিন্ধান্তসমূহ

৩নং বৈকারী ইউনিয়ন পরিষদের মাসিক সাধারণ সভার কার্যবিবরণী

 

সভাপতি          ঃ      মোঃ ইশারুল ইসলাম

                             চেয়ারম্যান, ৩নং বৈকারী ইউনিয়ন পরিষদ

                             সাতক্ষীরা সদর, সাতক্ষীরা।

তারিখ            ঃ      ১৬ জানুয়ারী ২০১৪ খ্রিঃ।

গময়              ঃ      সকাল ৯.০০ ঘটিকা।

স্থান              ঃ      বৈকারী ইউনিয়ন পরিষদ সভাকক্ষ, সাতক্ষীরা সদও, সাতক্ষীরা।

সভায় উপস্থিতি ঃ      পৃথক রেজিষ্টারে সংরক্ষিত।

 

সভাপতি সাহেব শুরুতে উপস্থিত সকল সদস্যকে স্বাগত জানিয়ে ইউপি সদস্য জনাব মাওঃ মোশাররফ হোসেন এর পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কাজ আরম্ভ করেন। অতঃপর তিনি দিনের কর্মসূচী অনুযায়ী সভা পরিচালনায় মনোনিবেশ করেন।

 

আলোচ্য বিষয়-১ঃ পূর্ববর্তী সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন।

সভাপতি সাহেবের অনুমতিক্রমে সচিব সাহেব পূর্ববর্তী সভার কার্যবিবরণী সভায় পাঠ করে শুনান।

 

সিদ্ধান্তঃ

পূর্ববর্তী সভার কার্যবিবরণীতে আলোচনা ও সিদ্ধান্তাবলী সঠিকভাবে লিপিবদ্ধ হওয়ায় এবং সদস্যবৃন্দের কোন আপত্তি না থাকায় তা সর্ব সম্মতি ক্রমে দৃঢ়করণ করা হয়।

 

আলোচ্য বিষয়-২ঃ বয়ষ্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচীর অপেক্ষামান তালিকা প্রস্ত্তত প্রসঙ্গে।

সভাপতি সাহেব সভায় জানান যে চলতি অর্থ বছরে এ ইউনিয়নে বয়ষ্ক ভাতা ৩৯ জন, বিধবা ভাতা ২৩ জন এবং প্রতিবন্ধী ভাতা ০৪ জন নতুন বরাদ্দ পাওয়া গেছে। যার চূড়ান্দ তালিকা প্রস্ত্তত পূর্বক জরুরী ভিত্তিতে উপজেলা সমাজ সেবা অফিসার বরাবর প্রেরণ করা প্রয়োজন। তিনি আরও জানান, চলতি অর্থ বছরে মাতৃত্ব কাল ভাতার জন্য এ ইউনিয়নে ১৮ জনের বরাদ্দ পাওয়া গেছে। যার চূড়ান্ত তালিকা প্রস্ত্তত পূর্বক জরুরী ভিত্তিতে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরাবর প্রেরণ করা প্রয়োজন।

 

সিদ্ধান্তঃ

সভাপতি সাহেবের উক্ত প্রস্তাবে সভায় ব্যাপক আলোচনা হয়। আলোচনান্তে ওয়ার্ড অনুযায়ী নিম্ন রূপভাবে পুনঃবিভাজন সর্ব সম্মতি ক্রমে গৃহীত ও অনুমোদিত হয়।

(১)বয়ষ্ক ভাতার বিভাজন নিম্নরূপঃ

১ নং ওয়ার্ড ০৩ জন

২ নং ওয়ার্ড ০৩ জন

৩ নং ওয়ার্ড ০৪ জন

৪ নং ওয়ার্ড ০৩ জন

৫ নং ওয়ার্ড ০৪ জন

৬ নং ওয়ার্ড ০৫ জন

৭ নং ওয়ার্ড ০৫ জন

৮ নং ওয়ার্ড ০৫ জন

৯ নং ওয়ার্ড ০৭ জন

(২) বিধবা ভাতার জন্য প্রতি ওয়ার্ড হতে ০২জন ও প্রতিবন্ধি ১নং ০২,৭নং০১,৯নং০১ তালিকা তৈরি করবেন।

(৩) মাতৃত্বকাল ভাতার জন্য প্রতি ওয়ার্ড হতে ০২জনের তালিকা তৈরি করবেন।

(৪) মেম্বারগণ সমন্বয়ের মাধ্যমে তালিকা প্রস্ত্তত করবেন।

 

আলোচ্য বিষয়-৩ঃ এলজিএসপি-২ এর আওতায় প্রকল্প গ্রহণ প্রসঙ্গে।

সভাপতি সাহেব সভায় জানান, এলজিএসপি-২ কর্মসূচীর আওতায় চলতি ২০১৩-২০১৪ অর্থ বছরে এ ইউনিয়নে ১ম কিস্তিতে ৫,০১.১০২/=(পাঁচ লক্ষ এক হাজার এক শত দুই) টাকা বরাদ্দ পাওয়া গেছে। যা দারা বাস্তবায়নের নিমিত্তে জরুরী ভিত্তিতে প্রকল্প গ্রহণ পূর্বক চূড়ান্ত অনুমোদনের জন্য প্রকল্প তালিকা উপজেলা বিজিসিসি কমিটিতে প্রেরণ করা আবশ্যক। তিনি ওয়ার্ড সভার মাধ্যমে প্রাপ্ত প্রকল্প হতে গৃহীত প্রকল্প সমূহ পাঠ করে শুনান। অতঃপর অগ্রাধিকার তালিকা তৈরীর জন্য উপস্থিত সদস্যদের প্রতি আহবান জানান।

 

সিদ্ধান্তঃ

সভাপতি সাহেবের উক্ত প্রস্তাবে সভায় ব্যাপক আলোচনা হয়। আলোচনান্তে নিম্নরূপ প্রকল্প সর্ব সম্মতি ক্রমে গৃহীত ও অনুমোদিত হয়।

ক্রঃ নং

প্রকল্পের নাম

বরাদ্দ টাকা

বাস্তবায়ন

০১

বৈকারী প্রাথমিক বিদ্যালয় সংস্কার ও বিভিন্ন স্থানে জলাবদ্ধতা নিরষণে আরসিসি পাইপ স্থাপন

৬৩,১০২/=

 মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে সাত সদস্য বিশিষ্ট ডব্লিউডিসি কমিটি

০২

খলিলনগর সামেন আলীর বাড়ী হতে রউফ সরদারের বাড়ী পর্যন্ত রাস্তায় ইটের সোলিং করণ ও সরোয়ার মেম্বারের বাড়ীর পাশের রাস্তায় কালভার্ট নির্মান

১,২৬,০০০/=

মোঃ গোলাম সরোয়ার এর সভাপতিত্বে সাত সদস্য বিশিষ্ট ডব্লিউডিসি কমিটি

০৩

বৈকারী মৈজুদ্দীর বাড়ী হতে নতুন গ্রাম বটতলা পর্যন্ত রাস্তায় ইটের সোলিং করণ

৯৭,০০০/=

মাহমুদা সামাদ এর সভাপতিত্বে সাত সদস্য বিশিষ্ট ডব্লিউডিসি কমিটি

০৪

বৈকারী আবুবকরের বাড়ী হতে রোস্তমের বাড়ী পর্যন্ত

রাস্তায় ইটের সোলিং করণ

১,১০,০০০/=

মোঃ আঃ খালেক এর সভাপতিত্বে সাত সদস্য বিশিষ্ট ডব্লিউডিসি কমিটি

০৫

কাথন্ডা মঈনুদ্দীনের বাড়ী হতে নজরুলের বাড়ীর মোড় পর্যন্ত রাস্তায় ইটের সোলিং করণ

১,০৫,০০০/=

মোঃ জালালউদ্দীন এর সভাপতিত্বে সাত সদস্য বিশিষ্ট ডব্লিউডিসি কমিটি

                                                               

আলোচ্য বিষয়-৪ঃ দাঁতভাঙ্গা বিলের জলাবদ্ধতা নিরসন প্রসঙ্গে।

জনাব মোঃ ইব্রাহীম খলিল, সদস্য, ৮নং ওয়ার্ড সভায় জানান, চলতি বোরো মৌসুমে ধান রোপনের কাজ শেষ পর্যায়ে। কিন্তু দাঁতভাঙ্গা বিলে অতিরিক্ত পানি থাকায় ধানের চারা রোপন করা যাচ্ছে না। তিনি বলেন, নাপিত ঘাটা খালে বিভিন্ন স্থানে পাটা থাকার কারণে পনি বের হতে বাধার সৃষ্টি হচ্ছে। সে কারণে জরুরী ভিত্তিতে পাটা উচ্ছেদ অভিজান পরিচালনা করা প্রয়োজন।

 

সিদ্ধান্তঃ

উক্ত বিষয়ে সভায় দীর্ঘ্য আলোচনান্তে সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে দফাদার, গ্রাম পুলিশ ও এলাকার জনগণের সমন্বয়ে নাপিতঘাটা খালের পাটা উচ্ছেদ অভিজান পরিচালনা করা হবে।   

 

আলোচ্য বিষয়-৫ঃ রাজস্ব খাতে গৃহীত পকল্পের প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন প্রসঙ্গে।

সভাপতি সাহেব জানান যে উপজেলা রাজস্ব তহবিল হতে বাস্তবায়নের জন্য বৈকারী ইউনিয়ন পরিষদ ভবন সংস্কার ও রং করণ প্রকল্পে ১,০০,০০০/=(এক লক্ষ) টাকা বরাদ্দ করা হয়েছে। চলতি ২০১৩-২০১৪ অর্থ বছরে দ্রুত বাস্তবায়নের জন্য জরুরী ভিত্তিতে প্রকল্প কমিটি গঠন করা প্রয়োজন। তিনি কমিটির সদসদের নাম প্রস্তাব করার আহবান জানান।

 

 

সিদ্ধান্তঃ

সভাপতি সাহেবের উক্ত প্রস্তাবে সভায় ব্যাপক আলোচনান্তে নিম্ন রূপ প্রকল্প বাস্তবায়ন কমিটি সর্ব সম্মতি ক্রমে গৃহীত ও অনুমোদিত হয়।

 

প্রকল্পের নামঃ বৈকারী ইউনিয়ন পরিষদ ভবন সংস্কার ও রংকরণ                  বরাদ্দঃ ১,০০,০০০/=টাকা

 

প্রকল্প বাস্তবায়ন কমিটিঃ

ক্রমিক

নাম

পিতা/স্বামীর নাম

পরিচয়

পদবী

০১

মোঃ ইশারুল ইসলাম

মৃঃ মোসল সরদার

ইউপি সদস্য

সভাপতি

০২

মোঃ জালাল উদ্দীন

মৃঃ সুজাউদ্দীন

ইউপি সদস্য

সেক্রেটারী

০৩

মোঃ জাকির হোসেন

রোস্তম সরদার

ইউপি সদস্য

সদস্য

০৪

মোঃ আঃ খালেক

মৃঃ আজিজার রহমান

ইউপি সদস্য

সদস্য

০৫

মোঃ শফিকুল ইসলাম

মৃঃ নূর মোম্মাদ

ইউপি সদস্য

সদস্য

০৬

মোছাঃ সাহিদা খাতুন

শহিদুল ইসলাম

ইউপি সদস্য

সদস্য

০৭

মোছাঃ রত্না খাতুন

শাহাজুল ইসলাম

ইউপি সদস্য

সদস্য

 

আলোচ্য বিষয়-৫ঃ ১% ভূমি হস্তান্তর কর তহবিল খাতে গৃহীত পকল্পের প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন প্রসঙ্গে।

সভাপতি সাহেব জানান যে উপজেলা ১% ভূমি হস্তান্তর কর তহবিল হতে বাস্তবায়নের জন্য বৈকারী ইউনিয়নে কালিয়ানী মহসিন ধাবকের বাড়ী হতে হারুন ঢালীর বাড়ী এবং হামিদ ধাবকের বাড়ী হতে মেঝ খোকানের বাড়ী পর্যন্ত রাস্তা ইটের সোলিং প্রকল্পে ১,০০,০০০/=(এক লক্ষ) টাকা বরাদ্দ করা হয়েছে। চলতি ২০১৩-২০১৪ অর্থ বছরে দ্রুত বাস্তবায়নের জন্য জরুরী ভিত্তিতে প্রকল্প কমিটি গঠন করা প্রয়োজন। তিনি কমিটির সদসদের নাম প্রস্তাব করার আহবান জানান।

 

সিদ্ধান্তঃ

সভাপতি সাহেবের উক্ত প্রস্তাবে সভায় ব্যাপক আলোচনান্তে নিম্ন রূপ প্রকল্প বাস্তবায়ন কমিটি সর্ব সম্মতি ক্রমে গৃহীত ও অনুমোদিত হয়।

প্রকল্পের নামঃ কালিয়ানী মহসিন ধাবকের বাড়ী হতে হারুন ঢালীর বাড়ী এবং হামিদ ধাবকের বাড়ী হতে   মেঝ খোকানের বাড়ী পর্যন্ত রাস্তা ইটের সোলিং                                   বরাদ্দঃ ১,০০,০০০/= টাকা।

 

প্রকল্প বাস্তবায়ন কমিটিঃ

ক্রমিক

নাম

পিতা/স্বামীর নাম

পরিচয়

পদবী

০১

মোঃ ইশারুল ইসলাম

মৃঃ মোসল সরদার

ইউপি সদস্য

সভাপতি

০২

মোছাঃ সাহিদা খাতুন

মোঃ শহিদুল ইসলাম

ইউপি সদস্য

সেক্রেটারী

০৩

হাফেজ ইব্রাহীম

মৃঃ আমানউল্লাহ

ইমাম

সদস্য

০৪

মোঃ করিম গাজী

কিনু গাজী

গন্যমান্য

সদস্য

০৫

বাবলু বিশ্বাস

মৃঃ শহর আলী

গন্যমান্য

সদস্য

০৬

তরিকুল গাজী

এলাইবক্স

সমাজ সেবক

সদস্য

০৭

মজিবর রহমান

কেসম আলী

শিক্ষক

সদস্য

 

আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব সকলের দীর্ঘায়ু এর্ব সুস্বাস্থ্য কামনা করে সভার সমপ্তি ঘোষণা করেন।

 

 

 

উপস্থিত সদস্যদের নামের তালিকা

 

উপস্থিত সদস্যদের নাম

অনুপস্থিত সদস্যদের নাম

ক্রঃনং

নাম

পদবী

ক্রঃনং

নাম

পদবী

মোঃ ইশারুল ইসলাম

চেয়ারম্যান(ভারঃ)

 

 

 

মাওঃ মোশাররফ হোসেন

সদস্য

 

 

 

মোঃ গোলাম সরোয়ার

সদস্য

 

 

 

মোঃ শফিকুল ইসলাম

সদস্য

 

 

 

মোঃ আঃ খালেক

সদস্য

 

 

 

মোঃ নূরুল হুদা

সদস্য

 

 

 

মোঃ জাকির হোসেন

সদস্য

 

 

 

মোঃ ইব্রাহীম খরিল

সদস্য

 

 

 

মোঃ জালাল উদ্দীন

সদস্য

 

 

 

১০

মোছাঃ সাহিদা খাতুন

সদস্য

 

 

 

১১

বেগম মাহমুদা সামাদ

সদস্য

 

 

 

১২

মোছাঃ রত্না খাতুন

সদস্য

 

 

 

১৩

মোঃ আঃ গফ্ফার

উঃসঃ কষি কর্মকর্তা

 

 

 

১৪

মোঃ অফছার আলী

প্রতিনিধী

 

 

 

১৫

মোঃ অহিদুজ্জামান

প্রতিনিধী

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

৩নং বৈকারী ইউনিয়ন পরিষদের মাসিক সাধারণ সভার কার্যবিবরণী

 

সভাপতি          ঃ      মোঃ ইশারুল ইসলাম

                             চেয়ারম্যান, ৩নং বৈকারী ইউনিয়ন পরিষদ

                             সাতক্ষীরা সদর, সাতক্ষীরা।

তারিখ            ঃ      ১৯ ফেব্রুয়ারী ২০১৪ খ্রিঃ।

গময়              ঃ      সকাল ১০.০০ ঘটিকা।

স্থান              ঃ      বৈকারী ইউনিয়ন পরিষদ সভাকক্ষ, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা।

সভায় উপস্থিতি ঃ      পৃথক রেজিষ্টারে সংরক্ষিত।

 

সভাপতি সাহেব শুরুতে উপস্থিত সকল সদস্যকে স্বাগত জানিয়ে ইউপি সদস্য জনাব মাওঃ মোশাররফ হোসেন এর পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কাজ আরম্ভ করেন। অতঃপর তিনি দিনের কর্মসূচী অনুযায়ী সভা পরিচালনায় মনোনিবেশ করেন।

 

আলোচ্য বিষয়-১ঃ পূর্ববর্তী সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন।

সভাপতি সাহেবের অনুমতিক্রমে সচিব সাহেব পূর্ববর্তী সভার কার্যবিবরণী সভায় পাঠ করে শুনান।

 

সিদ্ধান্তঃ

পূর্ববর্তী সভার কার্যবিবরণীতে আলোচনা ও সিদ্ধান্তাবলী সঠিকভাবে লিপিবদ্ধ হওয়ায় এবং সদস্যবৃন্দের কোন আপত্তি না থাকায় তা সর্ব সম্মতি ক্রমে দৃঢ়করণ করা হয়।

 

আলোচ্য বিষয়-২ঃ মাতৃত্ব কাল ভাতা, বিধবা ভাতা, বয়ষ্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রদানের জন্য তালিকা চূড়ান্ত করণ প্রসঙ্গে।

          সভাপতি সাহেব সভায় জানান যে বিগত সভায় সামাজিক নিরাপত্তা বেষ্ঠনির আওতায় এ ইউনিয়নে প্রাপ্ত উপকারভোগীর তালিকা চূড়ান্ত করণের লক্ষ্যে বিগত সভায় জনসংখ্যা ও দারিদ্রতার ভিত্তিতে ওয়ার্ড অনুযায়ী পুনঃবিভাজন করা হয়। কিন্তু অনেকেই তালিকা প্রস্ত্তত  করে অত্র পরিষদে দাখিল না করায় চূড়ান্ত তালিকা দাখিল করতে বিলম্ব হচ্ছে। যারা এখনো তালিকা দাখিল করেনি তাদেরকে তিনি জরুরী ভিত্তিতে তালিকা দাখিল করার জন্য অনুরোধ জানান।

 

সিদ্ধান্তঃ

          জরুরী ভিত্তিতে তালিকা প্রেরণের জন্য আগামী ০৩ (তিন) দিনের মধ্যে সমস্ত তালিকা দাখিল করার সিদ্ধান্ত সর্বসম্মতি ক্রমে গৃহীত ও অনুনোদি হয়।

 

আলোচ্য বিষয়-৩ঃ  কম্বল বিতরণ প্রসঙ্গে।

          সভাপতি সাহেব সভায় জানান যে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণের লক্ষ্যে অত্র ইউনিয়নের জন্য দুই কিস্তিতে মোট ৫০টি কম্বল পাওয়া গেছে। তিনি বলেন, উক্ত কম্বল গুলো উপজেলা হতে উত্তোলন করতঃ এ পরিষদের ষ্টোররুমে সংরক্ষিত আছে। যা জরুরী ভিত্তিতে বিতরণ করা অবশ্যক।

 

সিদ্ধান্তঃ

          উক্ত বিষয়ে সভায় ব্যাপক আলোচনান্তে দারিদ্রতা ও জনসংখ্যার ভিত্তিতে নিম্নরূপ সিদ্ধান্ত সর্ব সম্মতিত্রমে গৃহীত ও অনুমোদিত হয়।

ওয়ার্ড নং

বরাদ্দ

ওয়ার্ড নং

বরাদ্দ

০১

০৩

০২

০৪

০৩

০৫

০৪

০৫

০৫

০৫

০৬

০৫

০৭

০৭

০৮

০৭

০৯

০৬

 

 

 

আলোচ্য বিষয়-৪ঃ কৃষি।

          সভাপতিসাহেবের অনুমতি ক্রমে উপ-সহকারী কষি কর্মকর্তা জনাব মোঃ আঃ গফ্ফার জানান যে চলতি বোরো মৌসুমে মোট ১৪০০(চৌদ্দশত) হেক্টর জমিতে ধানের চাষ হয়েছে। বর্তমানে সারের ঘাটতি নেই এবং পর্যপ্ত মজুদ থাকায় চলতি মৌসুমে সারের অভাব হওয়ার কোন আশঙ্খা নেই।

 

সিদ্ধান্তঃ

          বিভাগীয় কার্যক্রম অব্যাহত রাখার জন্য সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।  রোগ ও পোকার আক্রমন নিয়ন্ত্রনে রাখতে মনিটরিং জোরদার করতে অনুরোধ জানানো হয়।

 

আলোচ্য বিষয়-০৫ঃ ট্যাক্স আদায়।

          সভাপতি সাহেব সভায় জানান যে নানা জটিলতার কারণে ট্যাক্স আদায়ে কাঙ্খিত লক্ষ্য অর্জন করা যাচ্ছে না। তিনি বলেন, ট্যাক্স হলো ইউনিয়নের চালিকা শক্তি। বিধায় ট্যাক্স আদায়ে কার্যকারী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

 

সিদ্ধান্তঃ

১। ইউনিয়ন পরিষদ হতে যে কোন সেবা প্রদানের ক্ষেত্রে ট্যাক্স পরিশোধ সংক্রান্ত প্রমান দাখিল করতে হবে।

২। এলাকায় মাইকিং করা হবে।

৩। আদায়কারীকে গ্রাম পুলিশরা ট্যাক্স অদায়ে সাহায্য করবে।

 

আলোচ্য বিষয়-০৬ঃ বৈকারী জামালের বাড়ী হতে নজরুলের বাড়ী পর্যন্ত রাস্তা সোলিং করণ প্রসঙ্গে।

          সভাপতি সাহেব সভায় জানান যে এ ইউনিয়নের বৈকারী জামালের বাড়ী হতে নজরুলের বাড়ী পর্যন্ত রাস্তা সোলিং করণ প্রকল্পে উপজেলার ভূমি হস্তান্তর করের ১% ইউপি অংশ হতে ১,০০,০০০/= (এক লক্ষ) টাকা বরাদ্দ পাওয়া গেছে। যা দ্রুত ব্যয় করার জন্য জরুরী ভিত্তিতে প্রকল্প কমিটি গঠন করা প্রয়োজন। তিনি উপস্থিত সদস্যদের কমিটির নাম প্রস্তাব করার আহবান জানান।

 

সিদ্ধান্তঃ

          সভাপতি সাহেবের উক্ত প্রস্তাবে সভায় ব্যাপক আলোচনা হয়। আলোচনান্তে নিম্ন রুপ কমিটি সর্ব সম্মতি ক্রমে গৃহীত ও অনুমদিত হয়।

(১)প্রকল্পের নামঃ বৈকারী জামালের বাড়ী হতে নজরুলের বাড়ী পর্যন্ত রাস্তা সোলিং করণ।

                                                                                      বরাদ্দঃ ১,০০,০০০/= টাকা

প্রকল্প বাস্তবায়ন কমিটিঃ

ক্রমিক নং

নাম

পিতা/স্বামীর নাম

পরিচয়

পদবী

০১

মাহমুদা সামাদ

আঃ সামাদ

ইউপি সদস্য

সভাপতি

০২

নূরুল হুদা

মজিবর রহমান

ইউপি সদস্য

সেক্রেটারী

০৩

আরিফুজ্জামান

নাসিরুদ্দীন

এনজিও

সদস্য

০৪

নূর মোহাম্মাদ

মেত্তাব সরদার

গণ্যমান্য

সদস্য

০৫

আমিরুল ইসলাম

কিনু সরদার

মুক্তিযোদ্ধা

সদস্য

০৬

আঃ রব

রমজান মোড়ল

ইমাম

সদস্য

০৭

আক্তারুল ইসলাম

সামাদ মোল্যা

সমাজ সেবক

সদস্য

    

আলোচ্য বিষয়-৭ ঃ বৈকারী ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনের দেওয়াল সংস্কার প্রসঙ্গে।

                                                                                        বরাদ্দঃ ১,০০,০০০/= টাকা

          সভাপতি সাহেব সভায় জানান যে বৈকারী ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনের দেওয়াল সংস্কার প্রকল্পে উপজেলার ভূমি হস্তান্তর করের ১% ইউপি অংশ হতে ১,০০,০০০/= (এক লক্ষ) টাকা বরাদ্দ পাওয়া গেছে। যা দ্রুত ব্যয় করার জন্য জরুরী ভিত্তিতে প্রকল্প কমিটি গঠন করা প্রয়োজন। তিনি উপস্থিত সদস্যদের কমিটির নাম প্রস্তাব করার আহবান জানান।

 

সিদ্ধান্তঃ

          সভাপতি সাহেবের উক্ত প্রস্তাবে সভায় ব্যাপক আলোচনা হয়। আলোচনান্তে নিম্ন রূপ কমিটি সর্ব সম্মতি ক্রমে গৃহীত ও অনুমদিত হয়।

প্রকল্পের নামঃ বৈকারী ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনের দেওয়াল সংস্কার।

                                                                                      বরাদ্দঃ ১,০০,০০০/= টাকা

প্রকল্প বাস্তবায়ন কমিটিঃ

ক্রঃনং

নাম

পিতা/স্বামীর নাম

পরিচয়

পদবী

০১

মোঃ জালালউদ্দীন

মৃঃ সুজাউদ্দীন

ইউপি সদস্য

সভাপতি

০২

মাহমুদা সামাদ

আঃ সামাদ

ইউপি সদস্য

সেক্রেটারী

০৩

মাওঃ অহিদুজ্জামান

আতিয়ার রহমান

ইমাম

সদস্য

০৪

জাকির হোসেন

রোস্তম সরদার

ইউপি সদস্য

সদস্য

০৫

আঃ জববার

মৃঃ শুকুর আলী

সমাজসেবক

সদস্য

০৬

মাওঃ মোশাররফ হোসেন

আঃ খালেক সরদার

ইউপি সদস্য

সদস্য

০৭

আল হালিমুর রশিদ

মৃঃ সিরাজুল ইসলাম

শিক্ষক

সদস্য

 

          আর কোনো আলোচনা না থাকায় সভাপতি সাহেব সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমপ্তি ঘোষণা করেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

উপস্থিত সদস্যদের নামের তালিকা

 

উপস্থিত সদস্যদের নাম

অনুপস্থিত সদস্যদের নাম

ক্রঃনং

নাম

পদবী

ক্রঃনং

নাম

পদবী

মোঃ ইশারুল ইসলাম

চেয়ারম্যান(ভারঃ)

 

 

 

মাওঃ মোশাররফ হোসেন

সদস্য

 

 

 

মোঃ গোলাম সরোয়ার

সদস্য

 

 

 

মোঃ শফিকুল ইসলাম

সদস্য

 

 

 

মোঃ আঃ খালেক

সদস্য

 

 

 

মোঃ নূরুল হুদা

সদস্য

 

 

 

মোঃ জাকির হোসেন

সদস্য

 

 

 

মোঃ ইব্রাহীম খরিল

সদস্য

 

 

 

মোঃ জালাল উদ্দীন

সদস্য

 

 

 

১০

মোছাঃ সাহিদা খাতুন

সদস্য

 

 

 

১১

বেগম মাহমুদা সামাদ

সদস্য

 

 

 

১২

মোছাঃ রত্না খাতুন

সদস্য

 

 

 

১৩

মোঃ আঃ গফ্ফার

উঃসঃ কষি কর্মকর্তা

 

 

 

১৪

মোঃ অফছার আলী

প্রতিনিধী

 

 

 

১৫

মোঃ অহিদুজ্জামান

প্রতিনিধী

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

৩নং বৈকারী ইউনিয়ন পরিষদের মাসিক সাধারণ সভার কার্যবিবরণী

 

সভাপতি          ঃ      মোঃ ইশারুল ইসলাম

                             চেয়ারম্যান, ৩নং বৈকারী ইউনিয়ন পরিষদ

                             সাতক্ষীরা সদর, সাতক্ষীরা।

তারিখ            ঃ      ২২ মার্চ ২০১৪ খ্রিঃ।

গময়              ঃ      সকাল ১০.০০ ঘটিকা।

স্থান              ঃ      বৈকারী ইউনিয়ন পরিষদ সভাকক্ষ, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা।

সভায় উপস্থিতি ঃ      পৃথক রেজিষ্টারে সংরক্ষিত।

 

সভাপতি সাহেব শুরুতে উপস্থিত সকল সদস্যকে স্বাগত জানিয়ে ইউপি সদস্য জনাব মাওঃ মোশাররফ হোসেন এর পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কাজ আরম্ভ করেন। অতঃপর তিনি দিনের কর্মসূচী অনুযায়ী সভা পরিচালনায় মনোনিবেশ করেন।

 

আলোচ্য বিষয়-১ঃ পূর্ববর্তী সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন।

সভাপতি সাহেবের অনুমতিক্রমে সচিব সাহেব পূর্ববর্তী সভার কার্যবিবরণী সভায় পাঠ করে শুনান।

 

সিদ্ধান্তঃ

পূর্ববর্তী সভার কার্যবিবরণীতে আলোচনা ও সিদ্ধান্তাবলী সঠিকভাবে লিপিবদ্ধ হওয়ায় এবং সদস্যবৃন্দের কোন আপত্তি না থাকায় তা সর্ব সম্মতি ক্রমে দৃঢ়করণ করা হয়।

 

 

আলেচ্য বিষয়-২ ঃ কৃষি।

          সভাপতি সাহেবের অনুমতি ক্রমে উপসহকারী কৃষি কর্মকর্ত জনাব মোঃ আঃ গফ্ফার সভায় জানান, চলতি মৌসুমে অত্র ইউনিয়নে মোট ১৪০০(চৌদ্দশত) হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। যাতে মোট উৎপাদন হবে ৮০০০.০০০ মেঃ টন। এ ইউনিয়নে মোট খাদ্যের চাহিদা ১৫০০.০০০ মেঃটন। বিধায় এ ইউনিয়নে ৬৫০০.০০০ মেঃটন খাদ্য উদ্বৃত্ত থাকবে আশা করা যায়।

 

সিদ্ধান্তঃ

          ১। কারেন্ট পোকার আক্রমন প্রতিরোধে সপ্তাহে অন্ততঃ ০১দিন মাঠ পরিদর্শন করার জন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তকে অনুরোধ জানানো হয়।

          ২। বিভাগীয় কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়।

 

আলেচ্য বিষয়-৩ ঃ তথ্য সেবা কেন্দ্রের সামনে সিড়ি নির্মান।

          তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা মোঃ রেজওয়ান উল্লাহ সভায় জানান তার দপ্তরে বিভিন্ন লোকজন সর্ব সময়ে যাতায়াত করে। কিন্তু উক্ত দপ্তরের সামনে কোন সিড়ি না থাকায় সেবা গ্রহণকারীরা অসহনীয় দুভোগের স্বীকার হচ্ছেন। সেকারন তিনি তার দপ্তরের সামনে একটি সিড়ি নির্মানের আহবান জানান।

 

সিদ্ধান্তঃ

          ১। তথ্যসেবা কেন্দ্রের সামনে সিড়ি নির্মানের জন্য সর্ব সম্মতি ক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

          ২। ইউপির নিজস্ব তহবিল হতে টাকা প্রদান কার হবে।

 

 

 

আলেচ্য বিষয়-৪ঃ কালিয়ানী মেঝ খোকার বাড়ী হতে কাদেরের বাড়ী পর্যন্ত রাস্তায় ইটের সোলিং করণ।

 

          সভাপতি সাহেব সভায় জানান যে এ ইউনিয়নের কালিয়ানী মোঝ খোকার বাড়ী হতে কাদেরের বাড়ী পর্যন্ত রাস্তায় ইটের সোলিং করণ প্রকল্পে উপজেলার ভূমি হস্তান্তর করের ১% ইউপি অংশ হতে ১,০০,০০০/= (এক লক্ষ) টাকা বরাদ্দ পাওয়া গেছে। যা দ্রুত ব্যয় করার জন্য জরুরী ভিত্তিতে প্রকল্প কমিটি গঠন করা প্রয়োজন। তিনি উপস্থিত সদস্যদের কমিটি নাম প্রস্তাব করার আহবান জানান।

 

সিদ্ধান্তঃ

          সভাপতি সাহেবের উক্ত প্রস্তাবে সভায় ব্যাপক আলোচনা হয়। আলোচনান্তে নিম্ন রুপ কমিটি সর্ব সম্মতি ক্রমে গৃহীত ও অনুমদিত হয়।

 

প্রকল্পের নামঃ কালিয়ানী মেঝ খোকার বাড়ী হতে কাদেরের বাড়ী পর্যন্ত রাস্তায় ইটের সোলিং করণ।

                                                                                      বরাদ্দঃ ১,০০,০০০/= টাকা

প্রকল্প বাস্তবায়ন কমিটিঃ

ক্রমিক

নাম

পিতা/স্বামীর নাম

পরিচয়

পদবী

০১

মোঃ ইশারুল ইসলাম

মৃঃ মোসল সরদার

ইউপি সদস্য

সভাপতি

০২

মোছাঃ সাহিদা খাতুন

মোঃ শহিদুল ইসলাম

ইউপি সদস্য

সেক্রেটারী

০৩

হাফেজ ইব্রাহীম

মৃঃ আমানউল্লাহ

ইমাম

সদস্য

০৪

মোঃ করিম গাজী

কিনু গাজী

গন্যমান্য

সদস্য

০৫

বাবলু বিশ্বাস

মৃঃ শহর আলী

গন্যমান্য

সদস্য

০৬

তরিকুল গাজী

এলাইবক্স

সমাজ সেবক

সদস্য

০৭

মজিবর রহমান

কেসম আলী

শিক্ষক

সদস্য

 

আলেচ্য বিষয়-৫ঃ কালিয়ানী আহাদের বাড়ী হতে বাক্কারের বাড়ী পর্যন্ত রাস্তায় ইটের সোলিং করণ।

 

সভাপতি সাহেব সভায় জানান যে এ ইউনিয়নের কালিয়ানী আহাদের বাড়ী হতে বাক্কারের বাড়ী পর্যন্ত রাস্তায় ইটের সোলিং করণ প্রকল্পে উপজেলার ভূমি হস্তান্তর করের ১% ইউপি অংশ হতে ১,০০,০০০/= (এক লক্ষ) টাকা বরাদ্দ পাওয়া গেছে। যা দ্রুত ব্যয় করার জন্য জরুরী ভিত্তিতে প্রকল্প কমিটি গঠন করা প্রয়োজন। তিনি উপস্থিত সদস্যদের কমিটি নাম প্রস্তাব করার আহবান জানান।

 

সিদ্ধান্তঃ

          সভাপতি সাহেবের উক্ত প্রস্তাবে সভায় ব্যাপক আলোচনা হয়। আলোচনান্তে নিম্ন রুপ কমিটি সর্ব সম্মতি ক্রমে গৃহীত ও অনুমদিত হয়।

 

প্রকল্পের নামঃ কালিয়ানী মেঝ খোকার বাড়ী হতে কাদেরের বাড়ী পর্যন্ত রাস্তায় ইটের সোলিং করণ।

                                                                                      বরাদ্দঃ ১,০০,০০০/= টাকা

প্রকল্প বাস্তবায়ন কমিটিঃ

ক্রমিক

নাম

পিতা/স্বামীর নাম

পরিচয়

পদবী

০১

মোঃ ইশারুল ইসলাম

মৃঃ মোসল সরদার

ইউপি সদস্য

সভাপতি

০২

মোছাঃ সাহিদা খাতুন

মোঃ শহিদুল ইসলাম

ইউপি সদস্য

সেক্রেটারী

০৩

হাফেজ ইব্রাহীম

মৃঃ আমানউল্লাহ

ইমাম

সদস্য

০৪

মোঃ করিম গাজী

কিনু গাজী

গন্যমান্য

সদস্য

০৫

বাবলু বিশ্বাস

মৃঃ শহর আলী

গন্যমান্য

সদস্য

০৬

তরিকুল গাজী

এলাইবক্স

সমাজ সেবক

সদস্য

০৭

মজিবর রহমান

কেসম আলী

শিক্ষক

সদস্য

 

আলোচ্য বিষয়-৬ঃ বৈকারী মাঝর পাড়া জামে মসজিদ সংস্কার।

  সভাপতি সাহেব সভায় জানান যে এ ইউনিয়নের বৈকারী মাঝর পাড়া জামে মসজিদ সংস্কার প্রকল্পে উপজেলার ভূমি হস্তান্তর করের ১% ইউপি অংশ হতে ১,০০,০০০/= (এক লক্ষ) টাকা বরাদ্দ পাওয়া গেছে। যা দ্রুত ব্যয় করার জন্য জরুরী ভিত্তিতে প্রকল্প কমিটি গঠন করা প্রয়োজন। তিনি উপস্থিত সদস্যদের কমিটি নাম প্রস্তাব করার আহবান জানান।

 

সিদ্ধান্তঃ

          সভাপতি সাহেবের উক্ত প্রস্তাবে সভায় ব্যাপক আলোচনা হয়। আলোচনান্তে নিম্ন রুপ কমিটি সর্ব সম্মতি ক্রমে গৃহীত ও অনুমদিত হয়।

 

প্রকল্পের নামঃ বৈকারী ম ঝের পাড়া জামে মসজিদ সংস্কার ।

                                                                                      বরাদ্দঃ ১,০০,০০০/= টাকা

প্রকল্প বাস্তবায়ন কমিটিঃ

ক্রমিক

নাম

পিতা/স্বামীর নাম

পরিচয়

পদবী

০১

মোঃ আঃ খালেক

মৃঃ আজিজার রহমান

ইউপি সদস্য

সভাপতি

০২

মাওঃ কামারুজ্জামান

মৃঃ রুহুল আমিন গাজী

ইমাম

সেক্রেটারী

০৩

মোঃ জাহাঙ্গীর আলম

আবুতালেব

শিক্ষক

সদস্য

০৪

মাষ্টার আঃ করিম

ওয়াজেদ আলী গাজী

সমাজ সেবক

সদস্য

০৫

মোছাঃ সালেহা খাতুন

জং হাসানুজ্জামান

এনজিও

সদস্য

০৬

মোঃ আবু সিদ্দিক

মঙ্গল মোড়ল

সমাজ সেবক

সদস্য

০৭

মোঃ আমানাত গাজী

জমাদ্দার গাজী

গণ্যমান্য ব্যক্তি

সদস্য

 

          আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমপ্তি ঘোষণা করেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

৩নং বৈকারী ইউনিয়ন পরিষদের মাসিক সাধারণ সভার কার্যবিবরণী

 

সভাপতি          ঃ      মোঃ ইশারুল ইসলাম

                             চেয়ারম্যান(ভারপ্রাপ্ত), ৩নং বৈকারী ইউনিয়ন পরিষদ

                             সাতক্ষীরা সদর, সাতক্ষীরা।

তারিখ            ঃ      ২৩ এপ্রিল, ২০১৪ খ্রিঃ।

সময়              ঃ      সকাল ১০.০০ ঘটিকা।

স্থান              ঃ      বৈকারী ইউনিয়ন পরিষদ সভাকক্ষ, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা।

সভায় উপস্থিতি ঃ      পৃথক রেজিষ্টারে সংরক্ষিত।

 

সভাপতি সাহেব শুরুতে উপস্থিত সকল সদস্যকে স্বাগত জানিয়ে ইউপি সদস্য জনাব মাওঃ মোশাররফ হোসেন এর পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কাজ আরম্ভ করেন। অতঃপর তিনি দিনের কর্মসূচী অনুযায়ী সভা পরিচালনায় মনোনিবেশ করেন।

 

আলোচ্য বিষয়-১ঃ পূর্ববর্তী সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন।

সভাপতি সাহেবের অনুমতিক্রমে সচিব সাহেব পূর্ববর্তী সভার কার্যবিবরণী সভায় পাঠ করে শুনান।

 

সিদ্ধান্তঃ

পূর্ববর্তী সভার কার্যবিবরণীতে আলোচনা ও সিদ্ধান্তাবলী সঠিকভাবে লিপিবদ্ধ হওয়ায় এবং সদস্যবৃন্দের কোন আপত্তি না থাকায় তা সর্ব সম্মতি ক্রমে দৃঢ়করণ করা হয়।

 

আলোচ্য বিষয়-২ঃঅতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী প্রসঙ্গে।

          সভাপতি সাহেব সভায় জানান যে আগামী ২৬/০৪/২০১৪ খ্রিঃ তারিখ হতে অতি দরিদ্রদের জন্য কর্ম সংস্থান কর্মসূচীর ২য় পর্যয়ের কাজ শুরু হবে বলে উপজেলা হতে জানা গেছে। তিনি বলেন, ১ম পর্যয়ের কাজ সমাপ্ত হওয়ার পর দীর্ঘ দিন পার হয়ে গেছে। যার কারণে উপকারভোগীদের অনেকে ভিন্ন কর্ম সংস্থানের লক্ষে অন্যত্র চলে গেছে। ফলে তাদের নাম পরিবর্তন করা প্রয়োজন। ৯নং ওয়ার্ডের সদস্য জনাব মোঃ জাললউদ্দীন বলেন, বর্তমানে ধান কাটার মৌসুম হওয়ায় ১ম সপ্তাহ পর এক সপ্তাহের জন্য ছুটির ব্যবস্থা রাখা প্রয়োজন।

 

সিদ্ধান্তঃ

          উক্ত আলোচনান্তে নিম্নরূপ সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়।

১। উপজেলার পূর্বানুমোদন ক্রমে অনুপস্থিত ও কাজ করতে অনাগ্রহী শ্রমিকদের পরিবর্তন করা হবে।

২। উপজেলার পূর্বানুমোদন ক্রমে ছুটির ব্যবস্থা করা হবে।

 

আলোচ্য বিষয়-৩ঃ বৈকারী বিওপি হতে কুতুব উদ্দীনের বাড়ী পর্যন্ত রাস্তা ইটের সোলিং করণ প্রসঙ্গে।

 

          সভাপতি সাহেব সভায় জানান যে এ ইউনিয়নের বৈকারী বিওপি হতে কুতুব উদ্দীনের বাড়ী পর্যন্ত রাস্তায় ইটের সোলিং করণ প্রকল্পে উপজেলার ভূমি হস্তান্তর করের ১% ইউপি অংশ হতে ১,০০,০০০/= (এক লক্ষ) টাকা বরাদ্দ পাওয়া গেছে। যা দ্রুত ব্যয় করার জন্য জরুরী ভিত্তিতে প্রকল্প কমিটি গঠন করা প্রয়োজন। তিনি উপস্থিত সদস্যদের কমিটি নাম প্রস্তাব করার আহবান জানান।

 

সিদ্ধান্তঃ

          সভাপতি সাহেবের উক্ত প্রস্তাবে সভায় ব্যাপক আলোচনা হয়। আলোচনান্তে নিম্ন রুপ কমিটি সর্ব সম্মতি ক্রমে গৃহীত ও অনুমদিত হয়।

 

প্রকল্পের নামঃ বৈকারী বিওপি হতে কুতুব উদ্দীনের বাড়ী পর্যন্ত রাস্তায় ইটের সোলিং করণ।                                                                                                  বরাদ্দঃ ১,০০,০০০/= টাকা

প্রকল্প বাস্তবায়ন কমিটিঃ

ক্রমিক

নাম

পিতা/স্বামীর নাম

পরিচয়

পদবী

০১

মোঃ শফিকুল ইসলাম

মৃঃ নূর আহম্মাদ

ইউপি সদস্য

সভাপতি

০২

কনক চন্দ্র সরদার

মৃঃ হরিপদ সরদার

সমাজ সেবক

সেক্রেটারী

০৩

রবিউল ইসলাম

মৃঃ হারান সরদার

সমাজ সেবক

সদস্য

০৪

মাওঃ আবুল বাসার

আবু বকর মোল্যা

ইমাম

সদস্য

০৫

শুধাংশু সরকার

অতুল সরকার

গন্যমান্য

সদস্য

০৬

জাকির হোসেন

মহাসিন ধাবক

সমাজ সেবক

সদস্য

০৭

আনন্দ কুমার

গোবিন্দ পরামানিক

শিক্ষক

সদস্য

 

আলোচ্য বিষয়-৪ঃ বৈকারী ইউনিয়ন পরিষদের আসবাব পত্র ক্রয় প্রসঙ্গে।

          সভাপতি সাহেব সভায় জানান যে এ ইউনিয়নের বৈকারী ইউনিয়ন পরিষদের আসবাব পত্র ক্রয় প্রকল্পে উপজেলার ভূমি হস্তান্তর করের ১% ইউপি অংশ হতে ১,০০,০০০/= (এক লক্ষ) টাকা বরাদ্দ পাওয়া গেছে। যা দ্রুত ব্যয় করার জন্য জরুরী ভিত্তিতে প্রকল্প কমিটি গঠন করা প্রয়োজন। তিনি উপস্থিত সদস্যদের কমিটি নাম প্রস্তাব করার আহবান জানান।

 

সিদ্ধান্তঃ

          সভাপতি সাহেবের উক্ত প্রস্তাবে সভায় ব্যাপক আলোচনা হয়। আলোচনান্তে নিম্ন রূপ কমিটি সর্ব সম্মতি ক্রমে গৃহীত ও অনুমদিত হয়।

 

প্রকল্পের নামঃ বৈকারী ইউনিয়ন পরিষদের আসবাব পত্র ক্রয় ।

                                                                                      বরাদ্দঃ ১,০০,০০০/= টাকা

প্রকল্প বাস্তবায়ন কমিটিঃ

ক্রমিক

নাম

পিতা/স্বামীর নাম

পরিচয়

পদবী

০১

মোঃ ইশারুল ইসলাম

মৃঃ মোসল সরদার

ইউপি সদস্য

সভাপতি

০২

মোছাঃ সাহিদা খাতুন

মোঃ শহিদুল ইসলাম

ইউপি সদস্য

সেক্রেটারী

০৩

হাফেজ ইব্রাহীম

মৃঃ আমানউল্লাহ

ইমাম

সদস্য

০৪

মোঃ করিম গাজী

কিনু গাজী

গন্যমান্য

সদস্য

০৫

বাবলু বিশ্বাস

মৃঃ শহর আলী

গন্যমান্য

সদস্য

০৬

তরিকুল গাজী

এলাইবক্স

সমাজ সেবক

সদস্য

০৭

মজিবর রহমান

কেসম আলী

শিক্ষক

সদস্য

         

          আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমপ্তি ঘোষণা করেন।

 

নং-বৈইউপি/সাতঃসদর/              / ২০১৪-                                   তারিখঃ ২৮/০৪/২০১৪ খ্রিঃ।

অনুলিপি সদয় জ্ঞাতার্থে প্রেরিত হলো।

১। জেলা প্রশাসক, সাতক্ষীরা।

২। উপজেলা নির্বাহী অফিসার, সাতক্ষীরা সদর,সাতক্ষীরা।

৩। সদস্য/সদস্যা ................ নং ওয়ার্ড, বৈকারী ইউপি।

৩নং বৈকারী ইউনিয়ন পরিষদের মাসিক সাধারণ সভার কার্যবিবরণী

 

সভাপতি          ঃ      মোঃ ইশারুল ইসলাম

                             চেয়ারম্যান(ভারপ্রাপ্ত), ৩নং বৈকারী ইউনিয়ন পরিষদ

                             সাতক্ষীরা সদর, সাতক্ষীরা।

তারিখ            ঃ      ১০ মে, ২০১৪ খ্রিঃ।

সময়              ঃ      সকাল ১০.০০ ঘটিকা।

স্থান              ঃ      বৈকারী ইউনিয়ন পরিষদ সভাকক্ষ, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা।

সভায় উপস্থিতি ঃ      পৃথক রেজিষ্টারে সংরক্ষিত।

 

সভাপতি সাহেব শুরুতে উপস্থিত সকল সদস্যকে স্বাগত জানিয়ে ইউপি সদস্য জনাব মাওঃ মোশাররফ হোসেন এর পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কাজ আরম্ভ করেন। অতঃপর তিনি দিনের কর্মসূচী অনুযায়ী সভা পরিচালনায় মনোনিবেশ করেন।

 

আলোচ্য বিষয়-১ঃ পূর্ববর্তী সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন।

সভাপতি সাহেবের অনুমতিক্রমে সচিব সাহেব পূর্ববর্তী সভার কার্যবিবরণী সভায় পাঠ করে শুনান।

 

সিদ্ধান্তঃ

পূর্ববর্তী সভার কার্যবিবরণীতে আলোচনা ও সিদ্ধান্তাবলী সঠিকভাবে লিপিবদ্ধ হওয়ায় এবং সদস্যবৃন্দের কোন আপত্তি না থাকায় তা সর্ব সম্মতি ক্রমে দৃঢ়করণ করা হয়।

 

আলোচ্য বিষয়-২ঃ ২০১৪-২০১৫ অর্থ বছরের বাজেট অনুমোদন।

          সভাপতি সাহেব আলোল্য বিষয়ের অবতারণা করে বলেন, ‘‘বাজেট হলো টাকার ঝুলি’’। আগামী ০১(এক) বছরের আয়-ব্যয়ের সম্ভাব্য হিসাব। তিনি বলেন, সুষ্ঠ, সুন্দর ও জনকল্যানমুখী বাজেটই জনগণের সামগ্রিক কল্যান আনায়ন করতে পারে। আর একটি জনকল্যানমুখী বাজেট তৈরীর লক্ষ্যে ওয়ার্ড সভার মাধ্যমে গৃহীত প্রস্তাব সমূহ সংকলিত করে খসড়া বাজেট প্রকাশ্য সভায় উস্থাপণ করা হয়। জনগণের চাহিদার ভিত্তিতে খসড়া বাজেটের সংশোধন, পরিমার্জন ও পরিবর্ধনের পর চূড়ান্ত অনুমোদনের জন্য ২০১৪-২০১৫ অর্থ বছরের বাজেট নিম্ন বর্ণিতভাবে উপস্থাপণ করা হলো।

২০১৪-২০১৫ অর্থ বছরের বাজেট

আয়ের খাত

ব্যয়ের খাত

ক্র:নং

বিবরণ

টাকা

ক্র:নং

বিবরণ

টাকা

প্রারম্ভিক জের

৩৯৫৬৩

চেয়ারম্যান ও সদস্যদের ভাতা

৩৩০০০০

বসত বাড়ির উপর কর

২৫৫৪৮০

কর্মকর্তা কর্মচারীদের বেতন

৪৪৭৮০০

বকেয়া কর

৫০০০

কর আদায় বাবদ ব্যয়

২৫৫৪৮

লাইসেন্স ও পারমিট ফিস

৩০০০০

ইউপির খাজনা

১৭০০০

ইজারা বাবদ প্রাপ্তি

১৯০০০০

প্রিন্টিং ও ষ্টেশনারী

২০০০০

সমম্পত্তি থেকে আয়

৪৭০০০

বিদ্যুৎ বিল

২৪০০০

ওয়ারেশকায়েম সনদ ফিস

৮০০০

পত্রিকা

৩০০০

জন্ম-মৃত্যু নিবন্ধন ফিস

১০০০০

আপ্যায়ন খরচ

১০০০০

গ্রাম আদালত ফিস

৩০০০

ভ্রমন ব্যয়

১৪০০০

১০

শিশু সুরক্ষায় স্বেচ্ছায় দান

১০০০০০

১০

অফিস রক্ষণাবেক্ষণ

২০৫০০০

১১

চেয়ারম্যান ও সদস্যদের ভাতা

১৫৫৭০০

১১

ডাটাএন্ট্রি বাবদ

০০

১২

সচিবের বেতন ভাতা

১৫৮৬০০

১২

অন্যান্য ব্যয়

৫০০০

১৩

দফাদার ও গ্রাম পুলিশের বেতন

২৬৮৮০০

১৩

কৃষি প্রকল্প

১২০০০০

১৪

স্থাবর সম্পত্তি হস্তান্তর ১%অর্থ

৩০০০০০

১৪

স্বাস্থ্য ও পয়ঃনিষ্কাশন

১০০০০

১৫

কাবিখা

২৫০০০০

১৫

গৃহ নির্মান ও মেরামত

৫৩০০০০

১৬

টিআর

৫৩০০০০

১৬

রাস্তা নির্মান ও মেরামত

২৫৭৪০০০

১৭

কাবিটা

২৫০০০০

১৭

পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপন

২০০০০

১৮

এডিপি

৪৫৪০০০

১৮

খেলাধুলা ও জাতীয় দিবস উৎযাপন

১০০০০

১৯

এলজিএসপি-২

১৩০০০০০

১৯

জলাবদ্ধতা দূরীকরণ

২০০০০

২০

উপজেলা পরিষদ

১০০০০০

২০

নারী, আদিবাসী ও প্রতিবন্ধীদের উন্নয়ন

১৩০০০০

২১

জেলা পরিষদ

২০০০০০

২১

শিশুর সুরক্ষা ও উন্নয়ন

৩৮০৮৩২

২২

দক্ষতা ভিত্তিক বরাদ্দ

২০০০০০

২২

তথ্য ও প্রযুক্তি

৫০০০০

২৩

এনজিও

২৮০৮৩২

২৩

শিক্ষা কর্মসূচি

১৫০০০০

২৪

অন্যান্য(কর্মসংস্থান কর্মসূচী)

২০০০০০০

২৪

অন্যান্য (কর্মসংস্থান কর্মসূচী)

২০০০০০০

 

মোট আয়

৭১৩৫৯৭৫

 

 মোট ব্যয়

৭০৯৬১৮০

 

 

 

 

সমাপনি জের

৩৯৭৯৫

 

সিদ্ধান্তঃ

          ২০১৪-২০১৫ অর্থ বছরের বাজেটের বিভিন্ন দিক নিয়ে সভায় ব্যাপক আলোচনা হয়। অতঃপর সর্ব সম্মতিক্রমে ২০১৪-২০১৫ অর্থ বছরের বাজেট গৃহীত ও অনুমোদিত হয়। সভায় আগামী ৩১/০৫/২০১৪ খ্রিঃ তারিখের মধ্যে অত্র সভায় অনুমোদিত বাজেটের কপি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নিকট প্রেরণ করার জন্য সভাপতি সাহেবকে জোর অনুরোধ জানানো হয়।

 

আলোচ্য বিষয়-৩ঃ নন-ওয়েজ খাতে প্রকল্প গ্রহণ।

          সভাপতি সাহেব সভায় জানান যে ২০১৩-২০১৪ অর্থ বছরে অতি দরিদ্রদের জন্য কর্ম সংস্থান কর্মসূচীর আওতায় ননওয়েজ খাতে ০১টি কলভার্টের প্রকল্প দাখিল করার জন্য উপজেলা হতে বলা হয়েছে। তিনি বলেন উক্ত প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়ন করার জন্য জরুরী ভিত্তিতে প্রকল্প গ্রহণ পূর্বক প্রকল্প কমিটি গঠন করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর দাখিল করতে হবে। তিনি উপস্থিত সদস্যদের প্রকল্পের নাম প্রস্তাব করার জন্য আহবান জানান।

সিদ্ধান্তঃ

          সভাপতি সাহেবের উক্ত প্রস্তাবে সভায় ব্যাপক আলোচনা হয়। আলোচনান্তে নিম্ন রূপ প্রকল্প ও প্রকল্প বাস্তবায়ন কমিটি সর্ব সম্মতি ক্রমে গৃহীত ও অনুমোদিত হয়।

 

প্রকল্পের নামঃ             ক) কাথন্ডা কামরুলের মোড়ে কালভার্ট নির্মান।

                             খ) বৈকারী নাসির মোল্যার বাড়ীর সামনে কালভার্ট নির্মান।

 

প্রকল্প বাস্তবায়ন কমিটিঃ

ক্রঃ নং

নাম

পিতা/স্বামীর নাম

পরিচয়

পদবী

০১

মোঃ জালালউদ্দীন

মৃঃ সুজাউদ্দীন

ইউপি সদস্য

সভাপতি

০২

মোঃ আফছার আলী

মৃঃ হাজের দফাদার

সমাজ সেবক

সদস্য

০৩

আল হালিমুর রশিদ

মৃঃ সিরাজুল ইসলাম

শিক্ষক

সদস্য

০৪

মাওঃ আজিজুর রহমান

কোমরউদ্দীন

ইমাম

সদস্য

০৫

নার্গিছ খাতুন

জং আঃ মজিদ

মহিলা

সদস্য

০৬

মাজিদা খাতুন

জং ওয়াজেদ আলী

মহিলা

সদস্য

 

         

 

 

          আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব সকলের সুস্থতা কামনা করে সভার সমপ্তি ঘোষণা করেন।

 

 

 

 

 

নং-বৈইউপি/সাতঃসদর/              / ২০১৪-                                   তারিখঃ ২৮/০৫/২০১৪ খ্রিঃ।

অনুলিপি সদয় জ্ঞাতার্থে প্রেরিত হলো।

১। জেলা প্রশাসক, সাতক্ষীরা।

২। উপজেলা নির্বাহী অফিসার, সাতক্ষীরা সদর,সাতক্ষীরা।

৩। সদস্য/সদস্যা ................ নং ওয়ার্ড, বৈকারী ইউপি।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

উপস্থিত সদস্যদের নামের তালিকা

 

উপস্থিত সদস্যদের নাম

অনুপস্থিত সদস্যদের নাম

ক্রঃনং

নাম

পদবী

ক্রঃনং

নাম

পদবী

মোঃ ইশারুল ইসলাম

চেয়ারম্যান(ভারঃ)

মোঃ গোলাম সরোয়ার

সদস্য

মাওঃ মোশাররফ হোসেন

সদস্য

 

 

 

মোঃ শফিকুল ইসলাম

সদস্য

 

 

 

মোঃ আঃ খালেক

সদস্য

 

 

 

মোঃ নূরুল হুদা

সদস্য

 

 

 

মোঃ জাকির হোসেন

সদস্য

 

 

 

মোঃ ইব্রাহীম খরিল

সদস্য

 

 

 

মোঃ জালাল উদ্দীন

সদস্য

 

 

 

মোছাঃ সাহিদা খাতুন

সদস্য

 

 

 

১০

বেগম মাহমুদা সামাদ

সদস্য

 

 

 

১১

মোছাঃ রত্না খাতুন

সদস্য

 

 

 

১২

মোঃ আঃ গফ্ফার

উঃসঃ কষি কর্মকর্তা

 

 

 

১৩

মোঃ অফছার আলী

প্রতিনিধী

 

 

 

১৪

মোঃ অহিদুজ্জামান

প্রতিনিধী

 

 

 

১৫

মোঃ আঃ গফ্ফার

উঃসঃকৃষি কর্মকর্তা

 

 

 

১৬

প্রণব কুমার

উঃসঃকৃষি কর্মকর্তা

 

 

 

১৭

রেজওয়ানউল্লাহ

উদ্যোক্তা

 

 

 

১৮

প্রধান শিক্ষক, ছয়ঘরিয়া

শিক্ষক

 

 

 

১৯

প্রধান শিক্ষক, বৈকারী

শিক্ষক

 

 

 

২০

প্রধান শিক্ষক, বলদঘাটা

শিক্ষক

 

 

 

২১

প্রধান শিক্ষক, খলিলনগর

শিক্ষক

 

 

 

২২

প্রধান শিক্ষক, নাপিতঘাটা

শিক্ষক

 

 

 

২৩

প্রধান শিক্ষক, কাথন্ডা

শিক্ষক

 

 

 

২৪

প্রধান শিক্ষক, মৃগীডাঙ্গা

শিক্ষক

 

 

 

২৫

মোঃ মিজানুর রহমান

এনজিও

 

 

 

২৬

গোলাম এজদান

আদায়কারী

 

 

 

২৭

মোতাহার হোসেন

পঃপঃপঃ

 

 

 

২৮

শাহাদাৎ হোসেন

বাজার কমিটি

 

 

 

২৯

আমিরুল ইসলাম

গণ্যমান্য

 

 

 

 

 

 

 

 

 

 

 

৩নং বৈকারী ইউনিয়ন পরিষদের মাসিক সাধারণ সভার কার্যবিবরণী

 

সভাপতি          ঃ      মোঃ ইশারুল ইসলাম

                             চেয়ারম্যান(ভারপ্রাপ্ত), ৩নং বৈকারী ইউনিয়ন পরিষদ

                             সাতক্ষীরা সদর, সাতক্ষীরা।

তারিখ            ঃ      ১৬ জুন, ২০১৪ খ্রিঃ।

সময়              ঃ      সকাল ১০.০০ ঘটিকা।

স্থান              ঃ      বৈকারী ইউনিয়ন পরিষদ সভাকক্ষ, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা।

সভায় উপস্থিতি ঃ      পৃথক রেজিষ্টারে সংরক্ষিত।

 

সভাপতি সাহেব শুরুতে উপস্থিত সকল সদস্যকে স্বাগত জানিয়ে ইউপি সদস্য জনাব মাওঃ মোশাররফ হোসেন এর পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কাজ আরম্ভ করেন। অতঃপর তিনি দিনের কর্মসূচী অনুযায়ী সভা পরিচালনায় মনোনিবেশ করেন।

 

আলোচ্য বিষয়-১ঃ পূর্ববর্তী সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন।

সভাপতি সাহেবের অনুমতিক্রমে সচিব সাহেব পূর্ববর্তী সভার কার্যবিবরণী সভায় পাঠ করে শুনান।

 

সিদ্ধান্তঃ

পূর্ববর্তী সভার কার্যবিবরণীতে আলোচনা ও সিদ্ধান্তাবলী সঠিকভাবে লিপিবদ্ধ হওয়ায় এবং সদস্যবৃন্দের কোন আপত্তি না থাকায় তা সর্ব সম্মতি ক্রমে দৃঢ়করণ করা হয়।

 

আলোচ্য বিষয়-২ঃ শিক্ষা।

        ক) প্রধান শিক্ষক, খলিলনগর প্রাথমিক বিদ্যালয়, উপস্থিত সকলকে আমন্ত্রন জানিয়ে বলেন, আগামী ২২/০৬/২০১৪ তারিখ বৈকারী ইউনিয়নের সকল প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল খেলা অনুষ্ঠিত হবে।

খ) প্রধান শিক্ষক, কাথন্ডা প্রাথমিক বিদ্যালয়, বলেন যে তার স্কুলের সীমানা প্রাচীর না থাকার করণে কোমলমতি শিক্ষার্থীরা যখন তখন রাস্তা পারাপার হচ্ছে। কাথন্ডা-বাদামতলা সড়কের মত একটি ব্যাস্ত সড়কে যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে। সে কারণে জরুরী ভিত্তিতে আমার কাথন্ডা প্রাথমিক বিদ্যলয়ের সীমানা প্রাচীর নির্মান করা প্রয়োজন।

গ) ইউপি সদস্য জনাব মোঃ আঃ খালেক বলেন, আমাদের অনেক শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা শেষ হওয়ার আগেই শিক্ষা ক্ষেত্র হতে ঝরে যাচ্ছে। যাদের সঠিক পরিসংখ্যান আমাদের কাছে নেই। ঝরে পড়া শিক্ষার্থীদের তালিকা আমাদের কাছে থাকলে তাদের সাথে ব্যক্তিগত ভাবে যোগাযোগ করে শিক্ষা ক্ষেত্রে ফিরিয়ে আনা সম্ভব হত। তিনি বলেন, আহছানিয়া মিশনের তত্বাবধানে গরীব ও দুঃস্থ ছাত্রদের সহোযোগিতার জন্য একটি তহবিল গঠন করা হয়েছে। যেখান থেকে ইতঃমধ্যে কয়েক জনকে সহোযোগিতাও প্রদান করা হয়েছে।

 

সিদ্ধান্তঃ

ক) বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল খেলা সুষ্ঠভাবে সম্পন্ন করার ক্ষেত্রে সকলকে সার্বিক সহোযোগিতা করার সিদ্ধান্ত সর্ব সম্মতি ক্রমে গৃহীত হয়।

খ) আগামী অর্থ বছরে অগ্রাধিকার ভিত্তিতে কাথন্ডা প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর করার সিদ্ধান্ত গৃহীত হয়।

গ) ঝরে পড়া শিক্ষার্থীদের তালিকা ইউনিয়ন পরিষদে জমা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

আলোচ্য বিষয়-৩ঃ কৃষি।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা বাবু প্রণব কুমার সভায় জানা যে অত্র ইউনিয়নে আউশ প্রনোদনা প্রদানের লক্ষ্যে ২৫(পঁচিশ) জন কৃষকের তালিকা জরুরী ভিত্তিতে উপজেলায় দাখিল করতে হবে। তিনি উপস্থিত সদস্যদের কৃষকের নাম প্রস্তাব করার আহবান জানান।তিনি আরও জানান, কৃষি কার্ড রিভিউ করার জন্য নির্দেশনা পাওয়া গেছে। অতি সাম্প্রতি কৃষি কার্ড সংশোধন, সংযোজন ও বিয়োজনের মাধ্যমে তালিকা চূড়ান্ত করণের কাজ শুরু করা হবে। অন্যান্য বিভাগীয় কার্যক্রম অব্যাহত আছে।

 

সিদ্ধান্তঃ

ক) আউশ প্রণোদনার তালিকা আলাদা ভাবে দাখিলের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়।

খ) বিভাগীয় কার্যক্রম অব্যাহত রাখার জন্য পরামর্শ প্রদান করা হয়।

 

আলোচ্য বিষয়-৪ঃ বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি প্রসঙ্গে।

প্রকল্প সভাপতিগণ সভায় জানান যে চলমান প্রকল্প সমূহের কাজ সুষ্ঠভাবে চলছে। তবে সাম্প্রতিক অতি বর্ষনের ফরে প্রকল্পের কাজ শেষ করতে কিছুটা বিলম্ব হচ্ছে।

 

সিদ্ধান্তঃ

সুষ্ঠভাবে দ্রুত প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য প্রকল্প সভাপতিগণকে পরামর্শ প্রদান করা হয়।

 

আলোচ্য বিষয়-৫ঃ এলজিএসপি-২ এর প্রকল্প গ্রহণ প্রসঙ্গে।

সভাপতি সাহেব সভায় জানান যে চলতি ২০১৩-২০১৪ অর্থ বছরে এ ইউনিয়নে দক্ষতা ভিত্তিক বরাদ্দ বাবদ (পিপিজি) ২,২২,০৫৩/= (দুই লক্ষ বাইশ হাজার তিপ্পান্ন) টাকা পাওয়া গেছে। তিনি উপস্থিত সদস্যদের অডিটে ভাল ফলাফল করায় ধণ্যবাদ জানিয়ে বলেন, বেসিক ব্লক গ্রান্ড এর ২য় কিস্তির ৬,০৩,৮৮৭/= (ছয় লক্ষ তিন হাজার আট শত সাতাশি) টাকাও পাওয়া গেছে। তিনি বলেন, ওয়ার্ড সভা হতে প্রাপ্ত প্রকল্প সমূহ হতে চূড়ান্ত প্রকল্প তালিকা প্রস্ত্তত করা প্রয়েজন। তিনি উপস্থিত সদস্যদের প্রকল্পের নাম প্রস্তাব করার আহবান জানান।

 

সিদ্ধাস্তঃ

সভাপতি সাহেবের উক্ত প্রস্তাবে সভায় ব্যাপক আলোচনা হয়। আরোচনান্তে নিম্ন রুপ প্রকল্প সমূহ সর্ব সম্মতি ক্রমে গৃহীত ও অনুমোদিত হয়।

 

ক) দক্ষতা ভিত্তিক বরাদ্দ (পিপিজি) দ্বারা গৃহীত প্রকল্প সমূহঃ

ক্রঃনং

প্রকল্পের নাম

ওয়ার্ড নং

বরাদ্দ

আহবায়ক

০১

বৈকারী ইউনিয়নের বিভিন্ন স্থানে আরসিসি পাইপ স্থাপণ

 

৮০,০০০/=

মোঃ ইশারুল ইসলাম

০২

১)কালিয়ানী বাবুর দোকান হতে ছাত্তারের বাড়ী পর্যন্ত রাস্তায় ইটের সোলিং সংস্কার এবং কালিয়ানী আহাদের বাড়ী হতে সোলিং পর্যন্ত ইটের সোলিং

০১

১,২০,০০০/=

মোছাঃ সাহিদা খাতুন

০৩

ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে প্রিন্টার সরবরাহ

০৪

২২,০৫৩/=

বেগম মাহমুদা সামাদ

 

 

খ)বেসিক ব্লক গ্রান্ড (বিবিজি) দ্বারা গৃহীত প্রকল্প সমূহঃ

ক্রঃনং

প্রকল্পের নাম

ওয়ার্ড নং

বরাদ্দ

আহবায়ক

০১

বৈকারী আহম্মাদ মোল্যার মসজিদ হতে মাওঃ মোশাররফের বাড়ী ভায়া আশরাফের বাড়ী হতে তফের আলীর বাড়ী পর্যন্ত রাস্তায় ইটের সোলিং

০৬

১,০৫,০০০/=

মোঃ নূরুল হুদা

০২

(১) মৃগীডাঙ্গা মাঝের পাড়া আছাদুলের বাড়ী হতে রমজান হাজীর  কবর পর্যন্ত রাস্তায় ইটের সোলিং করণ

(২) মৃগীডাঙ্গা হাটখোলা হতে পূর্ব পাড়া দোতলা মসজিদ পর্যন্ত ইটের সোলিং রাস্তা সংস্কার

০৭

১,৩৮,০০০/=

মোছাঃ রত্না খাতুন

০৩

কাথন্ডা নয়ন মোড়লের বাড়ী হতে মোড়ল পাড়া মসজিদ ভায়া কয়ারপাড়া বটতলা হতে জসিম মুহুরীর বাড়ী পর্যন্ত রাস্তায় ইটের সোলিং করণ

০৪

১,৪৪,০০০/=

মোঃ ইব্রাহীম খলিল

০৪

বৈকারী মোকছেদ আলীর বাড়ী হতে মান্নানের বাড়ী পাকা ড্রেন নির্মান

০৫

৫৫,০০০/=

বেগম মাহমুদা সামাদ

০৫

খলিলনগর মহিলা দাখিল মাদ্রাসা সংস্কার ও ছয়ঘরিয়া দাখিল মাদ্রাসা সংস্কার

২ও৩

৯৫,০০০/=

মাওঃ মোশাররফ হোসেন

০৬

কাথন্ডা সুইড প্রতিবন্ধি স্কুল সংস্কার

০৯

৬৬,৮৮৭/=

মোঃ জাকির হোসেন

 

 

আলোচ্য বিষয়-৬ঃ সামাজিক সুরক্ষাএবং অভিযোগ নিষ্পত্তিকরণ কমিটি গঠন প্রসঙ্গে।

 

সভাপতি সাহেব সভায় জানান যে সেকেন্ড লোকাল গভান্যান্সে সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-২) এর আওতায় সামাজিক সুরক্ষা এবং অভিযোগ নিষ্পত্তিকরণের জন্য একটি কমিটি গঠন করা প্রয়োজন। তিনি ইউনিয়ন পরিষদ অপারেশনাল ম্যানুয়েল এর ১২১ পৃষ্ঠর সংশ্লিষ্ঠ প্যারাটি পাঠ করে শুনান। অতঃপর তিনি কমিটিতে অবদান রাখতে সক্ষম ব্যক্তিদের নাম প্রস্তাব করার আহবান জানান

সিদ্ধান্তঃ

সভাপতি সাহেবের উক্ত প্রস্তাবে সভায় ব্যাপক আলোচনা হয়। আরোচনান্তে নিম্ন রূপ কমিটি সর্ব সম্মতি ক্রমে গৃহীত ও অনুমোদিত হয়।

 

সামাজিক সুরক্ষা এবং অভিযোগ নিষ্পত্তিকরণ কমিটিঃ

ক্রঃ নং

নাম

পিতার নাম/প্রতিষ্ঠান

পরিচয়

ঠিকানা

মন্তব্য

০১

মোঃ আঃ রশিদ

মৃঃ মেহের আলী সরদার

অবঃ শিক্ষক

খলিলনগর

 

০২

মোঃ রুহুল আমিন

মানাউল্লাহ সরদার

অবঃ সেনাবাহিনী

ছয়ঘরিয়া

 

০৩

মোঃ মিজানুর রহমান

আহসানিয়া মিশন

এনজিও

বৈকারী

 

 

আলোচ্য বিষয় -৭ঃ ট্যাক্স আদায় সংক্রান্ত।

সভাপতি সাহেব সভায় জানান যে ২০১৩-২০১৪ অর্থ বছরের শেষ পর্যয়ে আসলেও এখনো কিছু ট্যাক্স দাতা তাদের ট্যাক্স পরিশোধ করেননি। ফলে বাজেট বাস্তবায়ন করতে বাধার সৃষ্টি হচ্ছে। সে কারন ট্যাক্স আদায়ে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

 

সিদ্ধান্তঃ

সভাপতি সাহেবের উক্ত প্রস্তাবে সভায় ব্যাপক আলোচনা হয়। আরোচনান্তে নিম্ন রূপ সিদ্ধান্ত সর্ব সম্মতি ক্রমে গৃহীত ও অনুমোদিত হয়।

 

ক) পরিষদের যে কোন সেবা গ্রহণের জন্য ট্যাক্স পরিশোধ বাধ্যতা মূলক করা হবে।

খ) ট্যাক্স খেলাপিদের নামের তালিকা প্রকাশের জন্য অন্ততঃ ৩টি নোটিশ বোর্ড স্থাপণ করা হবে।

 

আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব সকলের সুস্থতা কামনা করে সভার সমপ্তি ঘোষণা করেন।

 

 

 

 

 

নং-বৈইউপি/সাতঃসদর/              / ২০১৪-                                   তারিখঃ ২০/০৬/২০১৪ খ্রিঃ।

অনুলিপি সদয় জ্ঞাতার্থে প্রেরিত হলো।

১। জেলা প্রশাসক, সাতক্ষীরা।

২। উপজেলা নির্বাহী অফিসার, সাতক্ষীরা সদর,সাতক্ষীরা।

৩। সদস্য/সদস্যা ................ নং ওয়ার্ড, বৈকারী ইউপি।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

উপস্থিত সদস্যদের নামের তালিকা

 

উপস্থিত সদস্যদের নাম

অনুপস্থিত সদস্যদের নাম

ক্রঃনং

নাম

পদবী

ক্রঃনং

নাম

পদবী

মোঃ ইশারুল ইসলাম

চেয়ারম্যান(ভারঃ)

মোঃ গোলাম সরোয়ার

সদস্য

মাওঃ মোশাররফ হোসেন

সদস্য

 

 

 

মোঃ শফিকুল ইসলাম

সদস্য

 

 

 

মোঃ আঃ খালেক

সদস্য

 

 

 

মোঃ নূরুল হুদা

সদস্য

 

 

 

মোঃ জাকির হোসেন

সদস্য

 

 

 

মোঃ ইব্রাহীম খরিল

সদস্য

 

 

 

মোঃ জালাল উদ্দীন

সদস্য

 

 

 

মোছাঃ সাহিদা খাতুন

সদস্য

 

 

 

১০

বেগম মাহমুদা সামাদ

সদস্য

 

 

 

১১

মোছাঃ রত্না খাতুন

সদস্য

 

 

 

১২

মোঃ আঃ গফ্ফার

উঃসঃ কষি কর্মকর্তা

 

 

 

১৩

মোঃ অফছার আলী

প্রতিনিধী

 

 

 

১৪

মোঃ অহিদুজ্জামান

প্রতিনিধী

 

 

 

১৫

মোঃ আঃ গফ্ফার

উঃসঃকৃষি কর্মকর্তা

 

 

 

১৬

প্রণব কুমার

উঃসঃকৃষি কর্মকর্তা

 

 

 

১৭

রেজওয়ানউল্লাহ

উদ্যোক্তা

 

 

 

১৮

প্রধান শিক্ষক, ছয়ঘরিয়া

শিক্ষক

 

 

 

১৯

প্রধান শিক্ষক, বৈকারী

শিক্ষক

 

 

 

২০

প্রধান শিক্ষক, বলদঘাটা

শিক্ষক

 

 

 

২১

প্রধান শিক্ষক, খলিলনগর

শিক্ষক

 

 

 

২২

প্রধান শিক্ষক, নাপিতঘাটা

শিক্ষক

 

 

 

২৩

প্রধান শিক্ষক, কাথন্ডা

শিক্ষক

 

 

 

২৪

প্রধান শিক্ষক, মৃগীডাঙ্গা

শিক্ষক

 

 

 

২৫

মোঃ মিজানুর রহমান

এনজিও

 

 

 

২৬

গোলাম এজদান

আদায়কারী

 

 

 

২৭

মোতাহার হোসেন

পঃপঃপঃ

 

 

 

২৮

শাহাদাৎ হোসেন

বাজার কমিটি

 

 

 

২৯

আমিরুল ইসলাম

গণ্যমান্য