প্রকাশ্য বাজেট সভা
অর্থ বছরঃ ২০১৪-২০১৫
৩নং বৈকারী ইউনিয়ন পরিষদ
সাতক্ষীরা সদর, সাতক্ষীরা
সম্মানিত ইউনিয়নবাসী
আসসালামু আলাইকুম।
২০১৪-২০১৫ অর্থ বছরের আজকের বাজেট সভায় উপস্থিত সকলকে আমার আন্তরিক মোবারকবাদ। আপনাদের পবিত্র আমানাত ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়ার পর থেকে বিগত চার বছর ইউনিয়নের উন্নয়ন ও নানা মুখী সমস্যা সমাধানের জন্য আমরা আন্তরিক ভাবে চেষ্টা করছি। যতটুকু সাফল্য এসেছে তার কৃতিত্বের দাবিদার আপনারাই, আর যেখানে সফলতা আসেনি তার জন্য আমাদের অপরগতা ও অযোগ্যতা দায়ী। আপনাদের সহযোগিতার উপর ভর করে আমাদের ইউনিয়নের সাফল্য সমূহ:
১. ২০০৩-২০০৪ অর্থ বছর থেকে ২০১৩-২০১৪ অর্থ বছর পর্যন্ত এগার বছরের প্রত্যেক বারই উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন নির্বচিত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয় কতৃক বিশেষ পুরষ্কার পেয়েছে।
২. ২০০৪-২০০৫ অর্থ বছরে বিভাগীয় শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে ভিয়েতনাম, মালয়েশিয়া ভ্রমণ করেছে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় কতৃক স্বর্ণপদকে ভূষিত হয়েছিলেন। ২০০৬-২০০৭ অর্থ বছর হতে অদ্যবধী ০৭ (সাত) বছর জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন নির্বাচিত হয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পুরষ্কার পেয়েছে।
৩. ২০০৪-২০০৫ অর্থ বছরে নারিকেল বাগান সৃজনে প্রধান মন্ত্রী ঘোষিত পুরষ্কার পেয়েছে। ২০০৪ সালের অক্টোবরের মধ্যে ১০০% স্যানিটেশন কভারেজ করে সারা দেশের কয়েকটি ইউনিয়নের এমনকি সাতক্ষীরা সদর উপজেলার একমাত্র ইউনিয়ন হিসাবে প্রথম সার্কেলে স্থানীয় সরকার মন্ত্রণালয় কতৃক পুরষ্কার পেয়েছে।
৪. স্থানীয় সরকার কতৃক ঘোষিত যাবতীয় শর্ত পূরণ করে সারা দেশের ৬৪ টি জেলার ৬৪ টি ইউনিয়নের মধ্যে আমরা মাত্র কয়েকটি ইউনিয়ন ৩১ ডিসেম্বর, ০৫ তারিখে স্বস্ব জেলা প্রশাসক কতৃক মডেল ইউনিয়নের স্বীকৃতি পেয়েছে এবং নগদ পাঁচ লক্ষ টাকা পুরষ্কার পেয়েছে।
৫. ২০০৫ সালের অক্টোবরের মধ্যে বৈকারী ইউনিয়ন পরিষদ একমাত্র সাতক্ষীরা জেলার মধ্যে সর্ব প্রথম জন্ম নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছে। পরবর্তীতে ২০০৭ সালে অন্যান্য সকল ইউনিয়নের সাথে পুনরায় উক্ত কার্যক্রম সম্পন্ন করেছে।
৬. ২০০৬-২০০৭ অর্থ বছরে পাইলট ইউনিয়ন হিসাবে স্বীকৃতি পেয়েছে।
৭. সাতক্ষীরা জেলার প্রথম সার্কেলে এলজিএসপি-এলআইসি প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে এবং ২০০৯-২০১০ অর্থ বছরে ট্যাক্স মোবিলাইজেশনে এলজিএসপিভুক্ত ইউনিয়নের মধ্যে সুপার ইউনিয়নভুক্ত হয়েছিল।
৮. ২০০৯-২০১০ এবং ২০১১-২০১২ অর্থ বছরে কাবিখা প্রকল্পের ১০০% সফলতা অর্জন করে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণলয় কতৃক পুরষ্কার পেয়েছে।
এ সব সাফল্যের দাবিদার আপনারাই। আপনারা সঠিক ভাবে ট্যাক্স প্রদান করায় আমরা এ পর্যন্ত ৯৫%-৯৯% ট্যাক্স কালেকশন করে স্থানীয় সরকার কতৃক মূল্যয়নে শ্রেষ্ঠ হয়েছি এবং বিভিন্ন দাতা সংস্থা আমাদের ইউনিয়নে কাজ করতে আগ্রহী হওয়ায় ২০১১-২০১২ অর্থবছরে স্থানীয় এনজিও সুশীলনের মাধ্যমে কাবিটা দ্বারা ১,৩৬,০০,০০০/= (এক কোটি ছত্রিশ লক্ষ) টাকার কাজ করেছে এবং ২৯০ জন হত দরিদ্রকে ২,৪৬,৫০,০০০/=(দুই কোটি ছেচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকার গৃহ নির্মান সামগ্রী প্রদান করেছে এবং এসডিএলজি প্রকল্পের মাধ্যমে স্টান্ডিং কমিটির দক্ষতা বৃদ্ধিতে সহযোগিত প্রদান করছে। এ সকল উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণের সব সময়ে আন্তরিক সহযোগিতা একান্ত প্রয়োজন। আশা করি ইউনিয়নের উন্নয়ন ও জনগণের কার্যালয়ে আপনারা আমাদেরকে বরাবরের মত সহযোগিতা প্রদান করে যাবেন। সর্বশেষে ২০১৪-২০১৫ অর্থ বছরে উন্মুক্ত বাজট ঘোষণা করার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করায় অগ্রগতি সংস্থাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। পরিশেষে ইউনিয়নবাসিকে সময় মত ধার্যকৃত ট্যাক্স প্রদান করে ইউনিয়নের সার্বিক কর্মকান্ডে সহযোগিতার আহবান রেখে সকলের দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করছি।
ধন্যবাদন্তে-
মোঃ ইশারুল ইসলাম
চেয়ারম্যান(ভারপ্রাপ্ত)
৩নং বৈকারী ইউনিয়ন পরিষদ
সাতক্ষীরা সদর উপজেলা
এক নজরে বৈকারী ইউনিয়ন পরিষদ
ইউনিয়নের সীমানাঃ উত্তরে কুশখালী, পূর্বে ঘোনা, দক্ষিনে ও পশ্চিমে ভারত।
স্থাপন কালঃ ১৯৫৯ সাল।
আয়তনঃ ২৪.৮ বর্গ কিলোমিটার।
জনসংখ্যাঃ ২০৪৬৮। নারী ৯৬৯৮, পুরুষ ১০৭৭০ । পরিবার সংখ্যাঃ ৪৯২৪, ভোটার সংখ্যাঃ ১১৭৭৬জন।
মৌজা সংখ্যাঃ ৮ টি, মৌজার নামঃ কালিয়ানী, ছয়ঘরিয়া, খলিলনগর, বৈকারী, কাথন্ডা, কয়ারপাড়া, মৃগীডাঙ্গা, দাঁতভাঙ্গা।
গ্রামের সংখ্যাঃ ৭টি, গ্রমের নামঃ কালিয়ানী, ছয়ঘরিয়া, খলিলনগর, বৈকারী, কাথন্ডা, কয়ারপাড়া ও মৃগীডাঙ্গা।
হাটবাজারের সংখ্যাঃ ৪টি, হাট-বাজারের নামঃ ছয়ঘরিয়া, বৈকারী, কাথন্ডা ও মৃগীডাঙ্গা।
গ্রোথ সেন্টারঃ ১টি। কাথন্ডা।
বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রঃ ১টি। কাথন্ডা অভিযোগ কেন্দ্র।
টেলিকম টাওয়ারঃ ২টি। বাংলালিংক ও গ্রামীণ।
শিক্ষা প্রতিষ্ঠানঃ
কলেজঃ ২টি। দাঁতভাঙ্গা কলেজ ও সীমান্ত টেকনিক্যাল কলেজ।
মাধ্যমিক বিদ্যালয়ঃ ১টি। বৈকারী মাধ্যমিক বিদ্যালয়।
মাদ্রাসাঃ ৬টি। ছয়ঘরিয়া আব্দুস ছাত্তার দাখিল মাদ্রাসা,খলিলনগর মহিলা দাখিল মাদ্রাসা, কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসা, মৃগীডাঙ্গা মহিলা দাখিল মাদ্রাসা, বৈকারী এবতেদায়ী মাদ্রাসা ও মৃগীডাঙ্গা এবতেদায়ী মাদ্রাসা।
প্রাথমিক বিদ্যালয়ঃ ৭টি। বৈকারী সরকারী প্রাথমিক বিদ্যালয়, খলিলনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাথন্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয়, মৃগীডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ছয়ঘরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বৈকারী দক্ষিণ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, নাপিতঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়,
শিক্ষার হারঃ ৬০%।
রাস্তাঘাটঃ পাকা রাস্তা ০৯কি.মি. এইচবি রাস্তা ২০ কি.মি. কাঁচারাস্তা ৩৩৩ কি.মি.
ইউপি কমপ্লেক্স ভবনঃ ১টি।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রঃ ১টি।
কমিউনিটি ক্লিনিকঃ ২টি। বৈকারী ও মৃগীডাঙ্গা।
বিওপি ক্যাম্পঃ ১টি, বৈকারী।
ডাকঘরঃ ২টি। বৈকারী ও মৃগীডাঙ্গা।
জামে মসজিদঃ ২৮টি।
পাঞ্জেগানাঃ ২০টি।
ঈদগাহঃ ১১টি।
মন্দিরঃ ৪টি। বৈকারী কাপালী পাড়া, বৈকারী দক্ষিণ পাড়া, বৈকারী কাপালী পাড়া নতুন মন্দির ও কাথন্ডা কাপালী পাড়া।
শ্মশানঘাটঃ ২টি। কাথন্ডা সতের বটতলা ও বৈকারী দক্ষিণ পাড়া।
ক্লাবঃ ১টি।
খোয়াড়ঃ ১১টি।
নলকুপের সংখ্যাঃ গভীর-৭২টি, অগভীর-৬২৫টি, পাইপ লাইন-১টি।
সেচ কাজে ব্যবহৃত নলকুপঃ বিদ্যুৎ চালিত ১৭টি, ডিজেল চালিত ৪৬টি।
জমির পরিমানঃ ২৫৩৪ হেক্টর।
খালের দৈর্ঘ্যঃ ১০ কি.মি.
প্রধান ফসলঃ ধান, পাট, গম ইত্যাদি।
বল ফিল্ডঃ ২টি। খলিলনগর ও কাথন্ডা।
ভিজিডি উপকারভোগীর সংখ্যাঃ ১০২ জন।
বয়ষ্কভাতা উপকারভোগীর সংখ্যাঃ ৪৩৩ জন।
প্রতিবন্ধী ভাতার সংখ্যাঃ ৪১ জন।
বিধরা ভাতার সংখ্যাঃ ২৫১ জন।
মুক্তিযোদ্ধা ভাতার সংখ্যাঃ ২৩ জন।
মাতৃত্ব কাল ভাতার সংখ্যাঃ ২৯ জন।
২০১২-২০১৩ অর্থ বছরের প্রকৃত আয়-ব্যয়ের হিসাব
ক্রঃ | আয় বিবরণী | টাকা | ক্রঃ | ব্যয় বিবরণী | টাকা |
| প্রারম্ভিক জের | ৭৫৯৯৩ |
| চেয়ারম্যান ও সদস্যদের সম্মানী | ২৬৭৯৭৫ |
| বসত বাড়ীর উপর কর (৭%) | ২৩৮২৭৫ |
| কর্মকর্তা কর্মচারীদের বেতন | ৪২০৭৬০ |
| বসত বাড়ীর উপর বকেয়া কর | ২১৪০ |
| কর আদায় বাবদ ব্যয় | ৪৩২৭৪ |
| পরিষদ কর্তৃক ইস্যুকৃত ট্রেড লাইসেন্স | ২৫৩৫০ |
| প্রিন্টিং ও ষ্টেশনারী | ১৬১৩১ |
| ইজারা বাবদ প্রাপ্তি | ১০৫৬০৫ |
| বিদ্যুৎ বিল | ৪৯৮৮২ |
| সম্পত্তি থেকে আয় | ৫৭৩৫০ |
| পত্রিকা বিল | ২৮৭০ |
| ওয়ারেশ কায়েম সনদ ফিস | ২৬০০ |
| ভ্রমন ব্যয় | ৬২০ |
| জন্ম-মৃত্যু নিবন্ধন ফিস | ১৪৫০০ |
| অফিস রক্ষণাবেক্ষণ | ৫০০ |
| গ্রাম আদালত ফিস | ৭০০ |
| ডাটাএন্ট্রি বাবদ | ৭২২৫ |
| চেয়ারম্যান ও সদস্যদের সম্মানী | ১১৬৭৭৫ |
| অন্যান্য ব্যয় | ৭৯৭ |
| সচিবের বেতন ভাতা | ১৩৩৯৬০ |
| কৃষি প্রকল্প | ৯৭৪০৫ |
| দফাদার ও গ্রামপুলিশের বেতন ভাতা | ২৬৮৮০০ |
| গৃহ নির্মান ও মেরামত (ধর্মীয়) | ৭০৮৪৯০ |
| স্থাবর সম্পত্তি হস্তান্তর ১% অর্থ | ১৬০০০০ |
| রাস্তা নির্মান ও মেরামত | ১৬২৯৫৭৪ |
| কাবিখা | ৬৭৬১০০ |
| জলাবদ্ধতা দূরীকরণ | ৪০৪২৬৪ |
| টিআর | ৬০৮৪৯০ |
| নারী, আদিবাসী ও প্রতিবন্ধীদের উন্নয়ন | ৫০০৬৫ |
| এডিপিতে সরকারী সূত্রে অনুদান | ৪৫৪২৬৪ |
| শিক্ষা কর্মসূচি | ২০০০০০ |
| এলজিএসপি-২ খাতে বরাদ্দ | ৯৭২০৬৫ |
| অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী | ২৪৭৮০০০ |
| অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী | ২৪৭৮০০০ |
| মোট ব্যয় | ৬৩৭৭৮৩২ |
| মোট | ৬৩৯০৯৬৭ |
| সমাপনি জের | ১৩১৩৫ |
২০১৪-২০১৫ অর্থ বছরের বাজেট
ক্রঃ | আয় বিবরণী | টাকা | ক্রঃ | ব্যয় বিবরণী | টাকা |
| মোট প্রারম্ভিক জের | ৩৯৫৬৩ |
| চেয়ারম্যান ও সদস্যদের সম্মানী | ৩৩০০০০ |
| বসত বাড়ীর উপর কর | ২৫৫৪৮০ |
| কর্মকর্তা কর্মচারীদের বেতন | ৪৪৭৮০০ |
| বসত বাড়ীর উপর বকেয়া কর | ৫০০০ |
| কর আদায় বাবদ ব্যয় | ২৫৫৪৮ |
| পরিষদ কর্তৃক ইস্যুকৃত ট্রেড লাইসেন্স | ৩০০০০ |
| ইউপির খাজনা | ১৭০০০ |
| ইজারা বাবদ প্রাপ্তি | ১৯০০০০ |
| প্রিন্টিং ও ষ্টেশনারী | ২০০০০ |
| সম্পত্তি থেকে আয় | ৪৭০০০ |
| বিদ্যুৎ বিল | ২৪০০০ |
| ওয়ারেশ কায়েম সনদ ফিস | ৮০০০ |
| পত্রিকা বিল | ৩০০০ |
| জন্ম-মৃত্যু নিবন্ধন ফিস | ১০০০০ |
| আপ্যায়ন খরচ | ১০০০০ |
| গ্রাম আদালত ফিস | ৩০০০ |
| ভ্রমন ব্যয় | ১৪০০০ |
| শিশু সুরক্ষায় জনগণের অংশিদারিত্ব স্বেচ্ছায় দান | ১০০০০০ |
| অফিস রক্ষণাবেক্ষণ | ২০৫০০০ |
| চেয়ারম্যান ও সদস্যদের সম্মানী | ১৫৫৭০০ |
| অন্যান্য ব্যয় | ৫০০০ |
| সচিবের বেতন ভাতা | ১৫৮৬০০ |
| কৃষি প্রকল্প | ১২০০০০ |
| দফাদার ও গ্রামপুলিশের বেতন ভাতা | ২৬৮৮০০ |
| স্বাস্থ্য ও পয়ঃনিষ্কাশন | ১০০০০ |
| স্থাবর সম্পত্তি হস্তান্তর ১% অর্থ | ৩০০০০০ |
| গৃহ নির্মান ও মেরামত (ধর্মীয়) | ৫৩০০০০ |
| কাবিখা | ২৫০০০০ |
| রাস্তা নির্মান ও মেরামত | ২৫৭৪০০০ |
| টিআর | ৫৩০০০০ |
| পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপন | ২০০০০ |
| কাবিটা | ২৫০০০০ |
| খেলাধুলা ও জাতীয় দিবস উৎযাপন | ১০০০০ |
| এডিপিতে সরকারী সূত্রে অনুদান | ৪৫৪০০০ |
| জলাবদ্ধতা দূরীকরণ | ২০০০০ |
| এলজিএসপি-২ খাতে বরাদ্দ | ১৩০০০০০ |
| নারী, আদিবাসী ও প্রতিবন্ধীদের উন্নয়ন | ১৩০০০০ |
| উপজেলা পরিষদ | ১০০০০০ |
| শিশুর সুরক্ষা ও উন্নয়ন | ৩৮০৮৩২ |
| জেলা পরিষদ | ২০০০০০ |
| তথ্য ও প্রযুক্তি | ৫০০০০ |
| দক্ষতা ভিত্তিক বরাদ্দ | ২০০০০০ |
| শিক্ষা কর্মসূচি | ১৫০০০০ |
| এনজিও | ২৮০৮৩২ |
| সেচ ও খাল |
|
| অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী | ২০০০০০০ |
| অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী | ২০০০০০০ |
| মোট আয় | ৭১৩৫৯৭৫ |
| মোট ব্যয় | ৭০৯৬১৮০ |
|
|
|
| সমাপনি জের | ৩৯৭৯৫ |
২০১৩-২০১৪ অর্থ বছরে বাস্তবায়িত এবং বাস্তবায়নাধীন প্রকল্প সমূহ
ভূমি হস্তান্তর করের ১% ইউপি অংশ হতেঃ
১. বৈকারী ইউনিয়ন পরিষদ ভবনের সংস্কার ও সাবমারসিবল পাম্প স্থাপন ।
২. বৈকারী বিওপি হতে কুতুবুদ্দীনের বাড়ী অভিমুখী রাস্তা ইটের সোলিং করণ ।
৩. বৈকারী মাঝের পাড়া জামে মসজিদ সংস্কারের
৪. বৈকারী ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনের দেওয়াল সংস্কার।
৫. বৈকারী ইউনিয়ন পরিষদের আসবাব পত্র ক্রয়।
৬.কালিয়ানী মেঝ খোকার বাড়ী হতে কাদেরের বাড়ী অভিমুখী রাস্তায় ইটের সোলিং
৭. কালিয়ানী আহাদের বাড়ী হতে বাক্কারের বাড়ী অভিমুখী রাস্তায় ইটের সোলিং
৮. বৈকারী মাঝের পাড়া জামে মসজিদ সংস্কার
৯. বৈকারী জামালের বাড়ী হতে নজরুলের বাড়ী অভিমুখী রাস্তায় ইটের সোলিং
১০. বৈকারী ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনের ছাদ সংস্কার।
১১. কালিয়ানী মহসিন ধাবকের বাড়ী হতে হারুন ঢালীর বাড়ী এবং হামিদ ধাবকের বাড়ী হতে মেঝ খোকনের বাড়ী গামী রাস্তায় ইটের সোলিং
বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) হতেঃ
১। কালিয়ানী বাবুর দোকান হতে হামিদ ধাবকের বাড়ী পর্যন্ত রাস্তায় ইটের সোলিং। বরাদ্দঃ ১,০০,০০০/=
২। খলিলনগর জিয়াদ মাষ্টারের বাড়ীর পাশে কালভার্ট নির্মান বরাদ্দঃ ৩৫,০০০/=
৩। বৈকারী ৬নং ওয়ার্ডে আরশাফ গাজীর বাড়ীর পাশে কালভার্ট নির্মান বরাদ্দঃ ৩৫,০০০/=
৪। কাথন্ডা নিমতলার রাস্তায় মানিকের জমি সংলগ্ন রাস্তায় কালভার্ট নির্মান বরাদ্দঃ ৩৫,০০০/=
৩। কাথন্ডা কিনু সরদারের পুকুরের পাশে কালভার্ট নির্মান কালভার্ট নির্মান বরাদ্দঃ ৩৫,০০০/=
৪। মৃগীডাঙ্গা মুনছুর আলীর বাড়ীর পাশে কালভার্ট নির্মান বরাদ্দঃ ৩৫,০০০/=
৫। কাথন্ডা মাদ্রাসার শ্রেনী কক্ষ সংস্কার বরাদ্দঃ ৪৩,৯৫০/=
৮। কাথন্ডা কারিগরি কলেজের শ্রেনী কক্ষ সংস্কার বরাদ্দঃ ৪৩,৯৫০/=
৯। ছয়ঘরিয়া আত্তাপ সরদারের পুকুর হতে রশিদ সরদারের বাড়ী পর্যন্ত রাস্তায় ইটের সোলিং। বরাদ্দঃ ৮০,৫৬৮/=
অতি দরিদ্রদের জন্য কর্ম সংস্থান কর্মমূচি
১ম পর্যয়
১.কালিয়ানী হামিদ ধাবকের বাড়ী হতে আবুর বাড়ী ভায়া ঈদগাঁহ পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কার।
২. বৈকারী আসাদুজ্জামানের বাড়ী হতে পরিতোষের বাড়ী পর্যন্ত রাস্তা সংস্তার।
৩. বৈকারী ছহিলউদ্দীনের বাড়ী হতে বাবুরালীর ডিপ ভায়া মনুর বাড়ীর মোড় হতে গাবতলা পর্যন্ত রাস্তা সংস্তার।
৪. বৈকারী তছির হাজীর মোড় হতে রাইচমিল ভায়া সদরউদ্দীনের বাড়ী হতে হুলোর বটতলা পর্যন্ত রাস্তা সংস্তার।
৫. কাথন্ডা নাপিতঘাটামোড় হতে ঘোনা ব্রিজ পর্যন্ত খালভেড়ী সংস্কার ভায়া মতির বটতলা হতে বেলী খাল ভায়া সলেমান সরদারের বাড়ী হতে মোক্তব মোড় পর্যন্ত রাস্তা সংস্কার।
৬. মৃগীডাঙ্গা রুহুলআমিনের বাড়ী হতে রেজাউল ডাক্তারের পুকুর ভায়া মফিজুলের দোকান হতে চাকারউদ্দীনের দোকন পর্যন্ত রাস্তা সংস্কার।
২য় পর্যায়
১. কালিয়ানী শিশু তলা হতে কাদিরের কলাতলা পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কার।
২. খলিলনগর বাবুর আলীর বাড়ী হতে হান্নানের বাড়ী এবং নূর আহম্মাদের ডিপ হতে বাবলুর ঘের পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কার
৩. বলদঘাটা মজিদের বাড়ী হতে তালতলা পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কার।
৪. বৈকারী বাজার মোড় হতে হামিদের বাড়ী ভায়া আবুবকরের বাড়ী হতে এবতেদায়ী মদ্রিাসা পর্যন্ত সোলিং রাস্তার সোল্ডার সংস্কার।
৫. বৈকারী আরশাদের বাড়ী হতে মুনছুরের বাড়ী ভায়া আহম্মাদ আলীর বাড়ী পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কার
৬. মিরগীডাঙ্গা সাকারউদ্দীনের দোকান হতে মুকুরের বাড়ী পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কার।
৭. কাথন্ডা কাদেরের বাড়ী হতে আহাদ বিশ্বাসের বাড়ী পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কার।
৮. কাথন্ডা রুহুল আমিনের বাড়ী হতে কারিগরি কলেজ এবং নাপিতঘাটা মোড় হতে হায়দারের ঘের পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কার।
নন-ওয়েজ খাতেঃ
১। বৈকারী কাজল গাইনের বাড়ীর পাশের রাস্তায় কালভার্ট নির্মান।
২। কাথন্ডা খায়ের বিশ্বাসের বাড়ীর পাশে কালভার্ট নির্মান।
৩। কাথন্ডা কামরুলের মোড়ে কালভার্ট নির্মান।
৪। বৈকারী নাসির মোল্যার বাড়ীর সামনে কালভার্ট নির্মান।
গ্রামীণ অবকাঠামো রক্ষণারেক্ষণ কর্মসূচী (কাবিখা)ঃ
১. মৃগীডাঙ্গা দাউদ সরদারের মোড় হতে আমিনুর রহমানের বাড়ী ভায়া মান্নান মাষ্টারের বাড়ী পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কার
গ্রামীণ অবকাঠামো রক্ষণারেক্ষণ কর্মসূচী (কাবিটা)ঃ
১. বৈকারী লুৎফর মেম্বারের নালার কান্দা হতে বামুন ডাঙ্গীর ডিপ পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কার। বরাদ্দ ১,৯০,০০০/=
২. বৈকারী মান্নানের বাড়ী হতে মান্দার তলা পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কার। বরাদ্দ ৬৬০০০/=
গ্রামীণ অবকাঠামো রক্ষণারেক্ষণ কর্মসূচী (টিআর)ঃ
১ম পর্যয়
০১ | ছয়ঘরিয়া কাঠালতলা মসজিদ সংস্কার | ১.০০০ মেঃটন |
০২ | খলিলনগর ঈদগাঁহ সংস্কার | ১.০০০ মেঃটন |
০৩ | বৈকারী দক্ষিণ পাড়া পাঞ্জেগানা সংস্কার | ১.০০০ মেঃটন |
০৪ | বৈকারী মাঝের মোল্যা পাড়া পাঞ্জেগানা সংস্কার | ১.০০০ মেঃটন |
০৫ | বৈকারী গাজী পাড়া মসজিদ সংস্কার | ১.০০০ মেঃটন |
০৬ | মৃগীডাঙ্গা গাজীপাড়া মসজিদ সংস্কার সংস্কার | ১.০০০ মেঃটন |
০৭ | কাথন্ডা সরদার পাড়া দারুস সালাম জামে মসজিদ সংস্কার | ১.০০০ মেঃটন |
০৮ | কাথন্ডা চৌদালী পাড়া জামে মসজিদ সংস্কার | ১.০০০ মেঃটন |
২য় পর্যয়
০১ | ছয়ঘরিয়া কাঠালতলা মসজিদের ফ্লোর সংস্কার | ১.০০০ মেঃটন |
০২ | খলিলনগর পশ্চিম পাড়া জামে মসজিদ সংস্কার | ১.০০০ মেঃটন |
০৩ | খলিলনগর মাঝের পাড়া জামে মসজিদ সংস্কার | ১.০০০ মেঃটন |
০৪ | বৈকারী বলদঘাটা জামে মসজিদ সংস্কার | ১.০০০ মেঃটন |
০৫ | বৈকারী বাজার স্কুল মসজিদ সংস্কার | ১.০০০ মেঃটন |
০৬ | বৈকারী বাজার ঈদগাঁহ সংস্কার | ১.০০০ মেঃটন |
০৭ | কাথন্ডা সরদার পাড়া দারুস সালাম জামে মসজিদ সংস্কার | ১.০০০ মেঃটন |
০৮ | কাথন্ডা জান্নাতুল বাকী পাঞ্জেগানা মসজিদ সংস্কার | ১.০০০ মেঃটন |
এলজিএসপি-২
১ম কিস্তি
১। বৈকারী প্রাথমিক বিদ্যালয় সংস্কার ও বিভিন্ন স্থানে জলাবদ্ধতা নিরষণে আরসিসি পাইপ স্থাপন ৬৩,১০২/=
২। খলিলনগর সামেন আলীর বাড়ী হতে রউফ সরদারের বাড়ী পর্যন্ত রাস্তায় ইটের সোলিং করণ ও সরোয়ার মেম্বারের বাড়ীর পাশের রাস্তায় কালভার্ট নির্মান ১,২৬,০০০/=
৩। বৈকারী মৈজুদ্দীর বাড়ী হতে নতুন গ্রাম বটতলা পর্যন্ত রাস্তায় ইটের সোলিং করণ ৯৭,০০০/=
৪। বৈকারী আবুবকরের বাড়ী হতে রোস্তমের বাড়ী পর্যন্ত রাস্তায় ইটের সোলিং করণ ১,১০,০০০/=
৫। কাথন্ডা মঈনুদ্দীনের বাড়ী হতে নজরুলের বাড়ীর মোড় পর্যন্ত রাস্তায় ইটের সোলিং করণ ১,০৫,০০০/=
এলজিএসপি-২
২য় কিস্তি
ক্রঃ নং | ওয়ার্ড | প্রকল্পের নাম | বরাদ্দ টাকা | মন্তব্য |
০১ | ০৬ | বৈকারী আহম্মাদ মোল্যার মসজিদ হতে মাওঃ মোশাররফের বাড়ী ভায়া আশরাফের বাড়ী হতে তফের আলীর বাড়ী পর্যন্ত রাস্তায় ইটের সোলিং | ১,০৫,০০০/= |
|
০২ | ০৭ | (১) মৃগীডাঙ্গা মাঝের পাড়া আছাদুলের বাড়ী হতে রমজান হাজীর কবর পর্যন্ত রাস্তায় ইটের সোলিং করণ (২) মৃগীডাঙ্গা হাটখোলা হতে পূর্ব পাড়া দোতলা মসজিদ পর্যন্ত ইটের সোলিং রাস্তা সংস্কার | ১,৩৮,০০০/= |
|
০৩ | ০৪ | কাথন্ডা নয়ন মোড়লের বাড়ী হতে মোড়ল পাড়া মসজিদ ভায়া কয়ারপাড়া বটতলা হতে জসিম মুহুরীর বাড়ী পর্যন্ত রাস্তায় ইটের সোলিং করণ | ১,৪৪,০০০/= |
|
০৪ | ০৫ | বৈকারী মোকছেদ আলীর বাড়ী হতে মান্নানের বাড়ী পাকা ড্রেন নির্মান | ৫৫,০০০/= |
|
০৫ | ২ও৩ | খলিলনগর মহিলা দাখিল মাদ্রাসা সংস্কার ও ছয়ঘরিয়া দাখিল মাদ্রাসা সংস্কার | ৯৫,০০০/= |
|
০৬ | ০৯ | কাথন্ডা সুইড প্রতিবন্ধি স্কুল সংস্কার | ৬৬,৮৮৭/= |
|
মোট = ৬,০৩,৮৮৭/=
এলজিএসপি-২
দক্ষতা ভিত্তিক (পিপিজি) বরাদ্দ
ক্রঃ | ওয়ার্ড | প্রকল্পের নাম | বরাদ্দ টাকা | মন্তব্য |
০১ | ০৬ | বৈকারী ইউনিয়নের বিভিন্ন স্থানে আরসিসি পাইপ স্থাপণ | ৮০,০০০/= |
|
০২ | ০১ | ১)কালিয়ানী বাবুর দোকান হতে ছাত্তারের বাড়ী পর্যন্ত রাস্তায় ইটের সোলিং সংস্কার এবং কালিয়ানী আহাদের বাড়ী হতে সোলিং পর্যন্ত ইটের সোলিং | ১,২০,০০০/= |
|
০৩ | ০৪ | ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে প্রিন্টার সরবরাহ | ২২,০৫৩/= |
|
মোট = ২,২২,০৫৩/=
হাটবাজার উন্নয়ন তহবিল
১। বৈকারী বাজারের চাঁদনী সংস্কার ১,০০,০০০/=
নিজস্ব আয় হতে গৃহীত প্রকল্প
১। বৈকারী বাজার ঈদগাঁহ সংস্কার
২। কালিয়ানী ঈদগাঁহ সংস্কার
৩। নাপিত ঘাটা ব্রিজে মাটি ভরাট
২০১৩-২০১৪ অর্থ বছরে বৈকারী ইউনিয়নের জনগণের অগ্রাধিকার ভিত্তিক চাহিদা ও উন্নয়ন পরিকল্পনা
ইটের সোলিং
১. কালিয়ানী ছাতিয়া মতলা মক্তব হতে মন্ডল বাড়ী পর্যন্ত রাস্তায় ইটের সোলিং ওয়ার্ড নং-০১
২. কালিয়ানী আন্নু গাজীর বাড়ী হতে পাকা কবর পর্যন্ত রাস্তায় ইটের সোলিং ওয়ার্ড নং-০১
৩. কালিয়ানী শিশুতলা হতে খালেক সরদারের বাড়ী পর্যন্ত রাস্তায় ইটের সোলিং ওয়ার্ড নং-০১
৪. কালিয়ানী কওছার আলীর বাড়ী হতে বল্লা মেম্বারের বাড়ী পর্যন্ত রাস্তায় ইটের সোলিং ওয়ার্ড নং-০১
৫. ছয়ঘরিয়া মাজেদ বিশ্বাসের বাড়ী হতে পাকা কবর পর্যন্ত রাস্তায় ইটের সোলিং ওয়ার্ড নং-০২
৬. ছয়ঘরিয়া মোবারকের বাড়ী হতে মতি ধাবকের কবর পর্যন্তত রাস্তায় ইটের সোলিং ওয়ার্ড নং-০২
৭. ছয়ঘরিয়া রহিম বিশ্বাসের বাড়ী হতে রশিদ সরদারের বাড়ী পর্যন্ত রাস্তায় ইটের সোলিং ওয়ার্ড নং-০২
৮. ছয়ঘরিয়া মসজিদ হতে জামাল গাজীর বাড়ী পর্যন্তত রাস্তায় ইটের সোলিং ওয়ার্ড নং-০২
৯. ছয়ঘরিয়া রউফ মোল্যার বাড়ী হতে সাত্তার ঢালীর বাড়ী পর্যন্ত রাস্তায় ইটের সোলিং ওয়ার্ড নং-০২
১০. খলিলনগর পশ্চিম পাড়া জামে মসজিদ হতে গোলাম মোল্যার বাড়ী ভায়া মহিলা দাখিল মাদ্রাসা পর্যন্ত রাস্তায় ইটের সোলিং ওয়ার্ড নং-০৩
১১. খলিলনগর বাবুর বাড়ী হতে হান্নানের বাড়ী পর্যন্ত রাস্তায় ইটের সোলিং ওয়ার্ড নং-০৩
১২. খলিলনগর নবুল্যা মোল্যার বাড়ী হতে হাকিম সরদারের বাড়ী পর্যন্ত রাস্তায় ইটের সোলিং ওয়ার্ড নং-০৩
১৩. খলিলনগর ফুটবল মাঠ হতে স্বরুপ মোল্যার হুলোর মাথা পর্যন্ত রাস্তায় ইটের সোলিং ওয়ার্ড নং-০৩
১৪. খলিলনগর মান্নানের বাড়ী হতে মুক্তর বাড়ী পর্যন্ত রাস্তায় ইটের সোলিং ওয়ার্ড নং-০৩
১৫. বৈকারী রাশিদুলের বাড়ী হতে আবুবকরের ফ্যাক্টরী পর্যন্ত রাস্তায় ইটের সোলিং ওয়ার্ড নং-০৪
১৬. বৈকারী আব্দারের দোকান হতে নতুন গ্রাম সুরত আলীর বাড়ী পর্যন্ত রাস্তায় ইটের সোলিং ওয়ার্ড নং-০৪
১৭. বৈকারী অসলে মেম্বারের বাড়ী হতে সিরাজুল মেম্বারের বাড়ী পর্যন্ত রাস্তায় ইটের সোলিং ওয়ার্ড নং-০৪
১৮. বৈকারী বিওপি হতে কুতুবউদ্দীনের বাড়ী পর্যন্ত রাস্তায় ইটের সোলিং করণ ওয়ার্ড নং-০৪
১৯. বৈকারী কামরুল সরদারের বাড়ী হতে সৈয়দ বিশ্বাসের বাড়ী পর্যন্ত রাস্তায় ইটের সোলিং ওয়ার্ড নং-০৫
২০. বৈকারী আবুবকরের বাড়ী হতে বাবর আলী সরদারের ডিপ পর্যন্ত রাস্তায় ইটের সোলিং ওয়ার্ড নং- ০৫
২১. বৈকারী পাগল সরদারের বাড়ী হতে খালেক মেম্বারের পুকুর ভায়া খোদাবক্সের বাড়ী পর্যন্ত রাস্তায় ইটের সোলিং ওয়ার্ড নং-০৫
২২. বৈকারী তোফাজ্জল ডাক্তারের বাড়ী হতে হুলোর বটতলা পর্যন্ত রাস্তায় ইটের সোলিং ওয়ার্ড নং-০৫
২৩. বৈকারী মজিদ সরদারের রাইচমিল হতে মোস্তর বাড়ী পর্যন্ত রাস্তায় ইটের সোলিং ওয়ার্ড নং-০৬
২৪. বৈকারী নাসির মোল্যার পুকুর হতে হামিদ মাষ্টারের বাড়ী পর্যন্ত রাস্তায় ইটের সোলিং ওয়ার্ড নং-০৬
২৫. বৈকারী খালেক সরদারের বাড়ী হতে মজিদ সরদারের বাইচ মিল পর্যন্ত রাস্তায় ইটের সোলিং ওয়ার্ড নং-০৬
২৬. মৃগীডাঙ্গা রোস্তম সরদারের বাড়ী হতে নৈমুদ্দীনের বাড়ী পর্যন্ত রাস্তায় ইটের সোলিং ওয়ার্ড নং-০৭
২৭. মৃগীডাঙ্গা ছাকারউদ্দীনের দোকান হতে পূর্বপাড়া দোতালা মসজিদ পর্যন্ত রাস্তায় ইটের সোলিং ওয়ার্ড নং- ০৭
২৮. মৃগীডাঙ্গা গাজী পাড়া মক্তব হতে দাউদ সরদারের বাড়ী পর্যন্ত রাস্তায় ইটের সোলিং ওয়ার্ড নং-০৭
২৯. কাথন্ডা ইব্রাহীম মেম্বারের বাড়ীর কালভার্ট হতে আমবাগানের মোড় পর্যন্ত রাস্তায় ইটের সোলিং ওয়ার্ড নং- ০৮
৩০. কাথন্ডা পয়মলের বাড়ী হতে হাফিজুলের দোকান পর্যন্ত রাস্তায় ইটের সোলিং ওয়ার্ড নং-০৮
৩১. কাথন্ডা রহমদ্দী মোড়লের বাড়ী হতে মক্তব পর্যন্ত রাস্তায় ইটের সোলিং ওয়ার্ড নং-০৮
৩২. কাথন্ডা আহাদ বিশ্বাসের বাড়ী হতে মালেক পাড়ের বাড়ী পর্যন্ত রাস্তায় ইটের সোলিং ওয়ার্ড নং-০৮
৩৩. কাথন্ডা নিবারণের মোড় হতে সতের বটতলা পর্যন্ত রাস্তায় ইটের সোলিং ওয়ার্ড নং-০৯
৩৪. কাথন্ডা কারিগরী কলেজ মোড় হতে রুহুল আমিনের বাড়ী পর্যন্ত রাস্তায় ইটের সোলিং ওয়ার্ড নং-০৯
৩৫. কাথন্ডা মইনুদ্দীনের বাড়ীর মোড় হতে নজরুলের বাড়ী পর্যন্ত রাস্তায় ইটের সোলিং ওয়ার্ড নং-০৯
৩৬. কাথন্ডা নাপিতঘাটা মোড় হতে হায়দারের ঘের পর্যন্ত ইটের সোলিং ওয়ার্ড নং-০৯
কাঁচা রাস্তা
১. কালিয়ানী শহর আলীর বাড়ী হতে সুফী ফজলুল করিমের মসজিদ পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কার। ওয়ার্ড নং-০১
২. কালিয়ানী বাক্কারের দোকান হতে মইদুলের বাড়ী পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কার। ওয়ার্ড নং-০১
৩. কালিয়ানী মাঝের পাড়া মক্তব হতে শহর আলীর বাড়ী পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কার। ওয়ার্ড নং-০১
৪. কালিয়ানী ছাদিয়াম তলা হতে মন্ডল বাড়ী পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কার। ওয়ার্ড নং-০১
৫. কালিয়ানী আন্নু গাজীর বাড়ী হতে পাকা কবর পর্যন্ত রাস্তা সংস্কার। ওয়ার্ড নং-০১
৬. ছয়ঘরিয়া ছাত্তার ঢালীর বাড়ী হতে রউপ মোল্যার বাড়ী পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কার। ওয়ার্ড নং-০২
৭. ছয়ঘরিয়া পাকা রাস্তা হতে রশিদের বাড়ী পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কার। ওয়ার্ড নং-০২
৮. ছয়ঘরিয়া জিয়া গাইনের বাড়ী হতে হাফেজ আশরাফের বাড়ী পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কার। ওয়ার্ড নং-০২
৯.খলিলনগর পূর্র পাড়া মসজিদ হতে ওয়াপদা ভেড়ী পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কার। ওয়ার্ড নং-০৩
১০. খলিলনগর মোহাববতের ডিপ হতে খোকনের ঘের পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কার। ওয়ার্ড নং-০৩
১১. বৈকারী ওয়াজেতের বাড়ী হতে দাঁতভাঙ্গা বিলের কুকুমারী পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কার। ওয়ার্ড নং-০৪
১২. বৈকারী কর্মকার বাড়ী হতে কনেক সরদারের বাড়ী পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কার। ওয়ার্ড নং-০৪
১৩. বৈকারী গোপাল গাজীর বাড়ী হতে শ্মাশান ঘাটা পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কার। ওয়ার্ড নং-০৪
১৪. বৈকারী রশিদ মন্ডলের বাড়ীর মোড় হতে জালাল মন্ডলের বাড়ী পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কার। ওয়ার্ড নং-০৫
১৫. বৈকারী লুৎফর মেম্বারের জমি হতে বাউনডাঙ্গী ডিপ পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কার। ওয়ার্ড নং-০৫
১৬. বৈকারী তোপাজ্জলের বাড়ী হতে সৈয়দ বিশ্বাসের বাড়ী পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কার। ওয়ার্ড নং-০৫
১৭. বৈকারী আমজাত ময়রার বাড়ী হতে আতিয়ারের বাড়ী ভায়া মজিদ সরদারের রাইচ মিল পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কার ওয়ার্ড নং-০৬
১৮. বৈকারী নাছির মোল্যার পুকুর বাড়ী হতে হামিদ মাষ্টারের বাড়ী পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কার ওয়ার্ড নং-০৬
১৯. বৈকারী মাও. মোশাররফের বাড়ী হতে তফের আলীর বাড়ী ভায়া মসজিদ পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কার ওয়ার্ড নং- ০৬
২০. মৃগীডাঙ্গা রুহুল আমিনের বাড়ী হতে ডাক্তার রেজাউলের পুকুর পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কার ওয়ার্ড নং-০৭
২১. মৃগীডাঙ্গা দক্ষিন পাড়া রফিকুলের ডিপ হতে হুলোর বটতলা পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কার ওয়ার্ড নং-০৭
২২. মৃগীডাঙ্গা মোল্যা পাড়া পাঞ্জেগানা হতে এরাদারের বাড়ী পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কার ওয়ার্ড নং-০৭
২৩. কাথন্ডা আদর আলীর বাড়ী হতে পয়মল সরদারের বাড়ী পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কার ওয়ার্ড নং-০৮
২৪. কাথন্ডা নালার কান্দা হতে ঘোনার ব্রিজ পর্যন্ত খালভেড়ী সংস্কার ওয়ার্ড নং-০৮
২৫. কাথন্ডা সানা পাড়ার মোড় হতে কাপালী পাড়া পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কার ওয়ার্ড নং-০৮
২৬. কয়ারপাড়া বটতলা হতে দাঁতভাঙ্গা বিলের গোলাপ সরদারের ঘের পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কার ওয়ার্ড নং-০৮
২৭. কাথন্ডা মাদ্রাসা হতে জিয়াদ আলীর বাড়ী পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কার ওয়ার্ড নং-০৯
২৮. কাথন্ডা সৈতের বটতলা হতে বেলে খাল পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কার ওয়ার্ড নং-০৯
২৯. কাথন্ডা নাপিত ঘাটা মোড় হতে ঘোনা ব্রিজ পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কার ওয়ার্ড নং-০৯
শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার
১. কালিয়ানী সুফি ফজলুল করিম মাদ্রাসা সংস্কার ওয়ার্ড নং-০১
২. ছয়ঘরিয়া প্রাইমারি স্কুল মাঠে মাটিভরাট ওয়ার্ড নং-০২
৩. ছয়ঘরিয়া দাখিল মাদ্রাসা সংস্কার ওয়ার্ড নং-০২
৪.খলিলনগর প্রাইমারি স্কুলের প্রাচীর সংস্কার ওয়ার্ড নং-০৩
৫. খলিলনগর মহিলা মাদ্রাসা সংস্কার ওয়ার্ড নং-০৩
৬. বৈকারী দক্ষিন পাড়া প্রাইমারি স্কুল সংস্কার ওয়ার্ড নং-০৪
৭. বৈকারী এবতেদায়ী মাদ্রাসা সংস্কার ওয়ার্ড নং-০৫
৮. বৈকারী প্রাইমারি স্কুলের পিছনে মাটি ভরাট ওয়ার্ড নং-০৬
৯. মৃগীডাঙ্গা প্রাইমারি স্কুলের প্রাচীর সংস্কার ওয়ার্ড নং-০৭
১০. মৃগীডাঙ্গা মহিলা মাদ্রাসা সংস্কার ওয়ার্ড নং-০৭
১১. কাথন্ডা প্রাইমারি স্কুলের প্রাচীর নির্মান ওয়ার্ড নং-০৮
১২. দাঁতভাঙ্গা কলেজ সংস্কার ওয়ার্ড নং-০৯
১৩. কাথন্ডা কারিগরি কলেজ সংস্কার ওয়ার্ড নং-০৯
ব্রিজ / কালভার্ট
১. কালিয়ানী কাটাখালে হারুন ঢালীর জমি সংলগ্ন রাস্তায় কালভার্ট নির্মান ওয়ার্ড নং-০১
২. মোসলের জমির পাশের রাস্তায় কালভার্ট নির্মান ওয়ার্ড নং-০১
৩. কালিয়ানী ছামছদ্দীনের জমির পাশের রাস্তায় কালভার্ট নির্মান ওয়ার্ড নং-০১
৪. ছয়ঘরিয়া বিশ্বাস বাড়ী সংলগ্ন রাস্তায় কালভার্ট নির্মান ওয়ার্ড নং-০২
৫. বিল গজালিয়া রাস্তায় কালভার্ট নির্মান ওয়ার্ড নং-০২
৬. খলিলনগর ওয়াদুদ এর বাড়ীর পাশে রাস্তায় কালভার্ট নির্মান ওয়ার্ড নং-০৩
৭. খলিলনগর পশ্চিম পাড়া জামে মসজিদের সামনে নাছিরের বাড়ীর পাশের রাস্তায় কালভার্ট নির্মান ওয়ার্ড নং-০৩
৮. খলিলনগর আঃ সামাদের ঘেরের পাশের রাস্তায় কালভার্ট নির্মান ওয়ার্ড নং-০৩
৯. খলিলনগর মহাববতের ডিপের পাশের রাস্তায় কালভার্ট নির্মান ওয়ার্ড নং-০৩
১০. বৈকারী শ্মশান ঘাটার পাশের রাস্তায় কালভার্ট নির্মান ওয়ার্ড নং-০৪
১১.বৈকারী কনেক বাবুর ঝোরার রাস্তায় কালভার্ট নির্মান ওয়ার্ড নং-০৪
১২. বৈকারী ওহাবের বাড়ীর সামনের রাস্তায় কালভার্ট নির্মান ওয়ার্ড নং-০৫
১৩. বৈকারী মোস্তফার বাড়ীর সামনের রাস্তায় কালভার্ট নির্মান ওয়ার্ড নং-০৫
১৪. বৈকারী খালেক মেম্বারের জমি সংলগ্ন রাস্তায় কালভার্ট নির্মান ওয়ার্ড নং-০৫
১৫. বৈকারী বাবর আলী সরদারের পুকুর পাড়ের রাস্তায় কালভার্ট নির্মান ওয়ার্ড নং-০৫
১৬. বৈকারী কালুর ঝোরার মাথায় কালভার্ট নির্মান ওয়ার্ড নং-০৫
১৭. বৈকারী ছাফেদ আলী গাজীর বাড়ীর সামনের রাস্তায় কালভার্ট নির্মান ওয়ার্ড নং-০৬
১৮. বৈকারী আবুতালেবের বাড়ীর সামনের রাস্তায় কালভার্ট নির্মান ওয়ার্ড নং-০৬
১৯. বৈকারী উত্তর পাড়া মসজিদ সংলগ্ন রাস্তায় কালভার্ট নির্মান ওয়ার্ড নং-০৬
২০. মৃগীডাঙ্গা মাঠপাড়া শ্মশানের পাশের রাস্তায় কালভার্ট নির্মান ওয়ার্ড নং-০৭
২১. মৃগীডাঙ্গা মাঠপাড়া সবুরের বাড়ীর সামনে কালভার্ট নির্মান ওয়ার্ড নং-০৭
২২. মৃগীডাঙ্গা আরশাফের বাড়ীর সামনের রাস্তায় কালভার্ট নির্মান ওয়ার্ড নং-০৭
২৩. কাথন্ডা নজরুল ইসলামের বাড়ীর পাশের রাস্তায় কালভার্ট নির্মান ওয়ার্ড নং-০৮
২৪. কাথন্ডা সুকচাঁদ হাজরার জমির পাশের রাস্তায় কালভার্ট নির্মান ওয়ার্ড নং-০৮
২৫. আহাদ বিশ্বাসের বাড়ীর পাশে কলভার্ট নির্মান ওয়ার্ড নং-০৮
২৬. কাথন্ডা মাঝের পাড়া সইদুলের বাড়ীর পাশের রাস্তায় কালভার্ট নির্মান ওয়ার্ড নং-০৯
২৭. কাথন্ডা মনি দফাদারের বাড়ীর পাশের রাস্তায় কালভার্ট নির্মান ওয়ার্ড নং-০৯
২৮. কাথন্ডা মাদরাসার পশ্চিম পাশে আব্দুল্যার বাড়ীর পাশের রাস্তায় কালভার্ট নির্মান ওয়ার্ড নং-০৯
টিউবওয়েল ন্থাপন
১. কালিয়ানী পশ্চিম পাড়া জামে মসজিদ সংলগ্ন ওয়ার্ড নং-০১
২. কালিয়ানী বিশ্বাস বাড়ী সংলগ্ন ওয়ার্ড নং-০১
৩. ছয়ঘরিয়া রাইচ মিল মক্তব সংলগ্ন ওয়ার্ড নং-০২
৪. ছয়ঘরিয়া ঈদগাহ ময়দান সংলগ্ন ওয়ার্ড নং-০২
৫. খলিলনগর মহিলা দাখিল মাদ্রাসা সংলগ্ন ওয়ার্ড নং-০৩
৬. খলিলনগর ফুটবল মাঠ সংলগ্ন ওয়ার্ড নং-০৩
৭. কুকুমারী খই তলা সংলগ্ন ওয়ার্ড নং-০৪
৮. বৈকারী দক্ষিন পাড়া কালি মন্দির সংলগ্ন ওয়ার্ড নং-০৪
৯. বৈকারী ওয়াপদা সংলগ্ন নতুন গ্রাম বটতলা ওয়ার্ড নং-০৪
১০. বৈকারী মাঝের পাড়া মাদরাসা সংলগ্ন ওয়ার্ড নং-০৫
১১. বৈকারী মোল্যা বাড়ী পাঞ্জেগানা সংলগ্ন ওয়ার্ড নং-০৫
১২. বৈকারী গাইন বাড়ী পাঞ্জেগানা সংলগ্ন ওয়ার্ড নং-০৫
১৩. বৈকারী বাজার মসজিদ সংলগ্ন ওয়ার্ড নং-০৬
১৪. মৃগীডাঙ্গা কবীরের বাড়ী সংলগ্ন ওয়ার্ড নং-০৭
১৫. মৃগীডাঙ্গা দক্ষিন পাড়া হান্নান মিস্ত্রীর বাড়ী সংলগ্ন ওয়ার্ড নং-০৭
১৬. মৃগীডাঙ্গা রোস্তম সরদারের বাড়ী সংলগ্ন ওয়ার্ড নং-০৭
১৭. কাথন্ডা গাইন পাড়া জামে মসজিদ সংলগ্ন ওয়ার্ড নং-০৮
১৮. কাথন্ডা সরদার পাড়া পাঞ্জেগানা সংলগ্ন ওয়ার্ড নং-০৮
১৯. কাথন্ডা আদর আলীর বাড়ী সংলগ্ন ওয়ার্ড নং-০৮
২০.কাথন্ডা নাপিত ঘাটা রেজিঃ প্রাইমারী স্কুল সংলগ্ন ওয়ার্ড নং-০৯
২১. কাথন্ডা পান্তি পাড়া ঈদগাহ সংলগ্ন ওয়ার্ড নং-০৯
মসজিদ / মক্তবসংস্কার
১. কালিয়ানী সুফী ফজলুল করিম মাদরাসা ও মসজিদ ওয়ার্ড নং-০১
২. কালিয়ানী ছাতিয়াম তলা মক্তব ওয়ার্ড নং-০১
৩. কালিয়ানী পশ্চিম পাড়া জামে মসজিদ ওয়ার্ড নং-০১
৪. ছয়ঘরিয়া কাঠালতলা মসজিদ সংস্কার ওয়ার্ড নং-০২
৫. ছয়ঘরিয়া রাইচ মিল মক্তব সংস্কার ওয়ার্ড নং- ০২
৬. খলিলনগর পশ্চিম পাড়া জামে মসজিদ ওয়ার্ড নং- ০৩
৭. খলিলনগর মাঝের পাড়া জামে মসজিদ ওয়ার্ড নং-০৩
৮. খলিলনগর পূর্ব পাড়া জামে মসজিদ ওয়ার্ড নং-০৩
৯. বৈকারী নতুন গ্রাম জামে মসজিদ ওয়ার্ড নং- ০৪
১০. বৈকারী মাঝের পাড়া জামে মসজিদ ওয়ার্ড নং-০৫
১১. বৈকারী বাজার পাঞ্জেগানা সংস্কার ওয়ার্ড নং-০৫
১২. বৈকারী গাবতলা পাঞ্জেগানা ওয়ার্ড নং-০৫
১৩. বৈকারী পূর্ব পাড়া জামে মসজিদ ওয়ার্ড নং-০৬
১৪. বৈকারী উত্তর পাড়া জামে মসজিদ ওয়ার্ড নং-০৬
১৫. বৈকারী বাজার জামে মসজিদ ওয়ার্ড নং-০৬
১৬. মৃগীডাঙ্গা বাজার জামে মসজিদ ওয়ার্ড নং-০৭
১৭. মৃগীডাঙ্গা গাজী পাড়া জামে মসজিদ ওয়ার্ড নং-০৭
১৮. মৃগীডাঙ্গা মাঠপাড়া জামে মসজিদ ওয়ার্ড নং-০৭
১৯.কাথন্ডা গাইন পাড়া জামে মসজিদ ওয়ার্ড নং-০৮
২০. কাথন্ডা কয়ারপাড়া জামে মসজিদ ওয়ার্ড নং-০৮
২১. কাথন্ডা সানাপাড়া জামে মসজিদ ওয়ার্ড নং-০৮
২২. কাথন্ডা দফাদার পাড়া জামে মসজিদ ওয়ার্ড নং-০৯
২৩. কাথন্ডা কাপালি পাড়া জামে মসজিদ ওয়ার্ড নং-০৯
২৪. কাথন্ডা চৌদালী পাড়া জামে মসজিদ ওয়ার্ড নং-০৯
ঈদগাহ সংস্কার
১. কালিয়ানী ছয়ঘরিয়া ঈদগাহ সংস্কার ওয়ার্ড নং-০১
২. খলিলনগর ঈদগাহ মাঠ ভরাট ও সংস্কার ওয়ার্ড নং-০৩
৩. বৈকারী শাহী মসজিদ ঈদগাহ সংস্কার ওয়ার্ড নং-০৪
৪. বৈকারী মাঝের পাড়া জামে মসজিদ ঈদগাহ সংস্কার ওয়ার্ড নং-০৫
৫.বৈকারী পূর্ব পাড়া ঈদগাহ সংস্কার ওয়ার্ড নং- ০৬
৬. বৈকারী বাজার ঈদগাহ সংস্কার ওয়ার্ড নং- ০৬
৭. মৃগীডাঙ্গা মাঝের পাড়া ঈদগাহ সংস্কার ওয়ার্ড নং-০৭
৮. মৃগীডাঙ্গা দক্ষিন পাড়া ঈদগাহ সংস্কার ওয়ার্ড নং- ০৭
৯. ঘোনা-কাথন্ডা ঈদগাহ সংস্কার ওয়ার্ড নং- ০৮
১০. কাথন্ডা পান্তি পাড়া ঈদগাহ সংস্কার ওয়ার্ড নং-০৯
মন্দির সংস্কার
১. বৈকারী দক্ষিন পাড়া দূর্গা মন্দির সংস্কার ওয়ার্ড নং-০৪
২. বৈকারী কাপালী পাড়া মন্দির সংস্কার ওয়ার্ড নং-০৪
৩. কাথন্ডা কাপালী পাড়া মন্দির সংস্কার ওয়ার্ড নং-০৯
শ্মশানঘাট সংস্কার
১.বৈকারী দক্ষিন পাড়া শ্মশান ঘাট সংস্কার ওয়ার্ড নং-০৪
২. কাথন্ডা শ্মশান ঘাট সংস্কার ওয়ার্ড নং-০৯
বাজার সংস্কার
১. বৈকারী বাজার সংস্কার ওয়ার্ড নং- ০৬
২. কাথন্ডা বাজার সংস্কার ওয়ার্ড নং-০৯
৩. মৃগীডাঙ্গা বাজার সংস্কার ওয়ার্ড নং-০৭
ফুটবল মাঠ সংস্কার
১. খলিলনগর ফুটবল মাঠ সংস্কার ওয়ার্ড নং-০৩
২. কাথন্ডা প্রাইমারী স্কুল ফুটবল মাঠ সংস্কার ওয়ার্ড নং- ০৮
পাইলিং
১. ছয়ঘরিয়া ইমাদ ধাবকের পুকুরে রাস্তার পাশে পাইলিং। ওয়ার্ড নং-০২
২. ছয়ঘরিয়া জিয়া গাইনের বাড়ীর পিছনের পুকুরে রাস্তার পাশে পাইলিং। ওয়ার্ড নং-০২
৩. ছয়ঘরিয়া এরশাদ চৌকিদারের বাড়ীর পাশের পুকুরে রাস্তার পাশে পাইলিং। ওয়ার্ড নং-০২
৪. ছয়ঘরিয়া আত্তাপ সরদারের পুকুরে রাস্তার পাশে পাইলিং। ওয়ার্ড নং-০২
৫. খলিলনগর হাফিজুলের পুকুরে রাস্তার পাশে পাইলিং। ওয়ার্ড নং-০৩
৬. খলিলনগর বাবলুর পুকুরে রাস্তার পাশে পাইলিং। ওয়ার্ড নং-০৩
৭. খলিলনগর ইশাম্মাদের পুকুরে রাস্তার পাশে পাইলিং। ওয়ার্ড নং-০৩
৮. খলিলনগর তছিরহাজীর পুকুরে রাস্তার পাশে পাইলিং। ওয়ার্ড নং-০৩
৯. বৈকারী রুহুল আমিনের পুকুরের রাস্তার পাশে পাইলিং। ওয়ার্ড নং-০৪
১০.বৈকারী বাজার সংলগ্ন পুকুরের রাস্তার পাশে পাইলিং। ওয়ার্ড নং-০৫
১১.বৈকারী গাজীর পুকুরের রাস্তার পাশে পাইলিং। ওয়ার্ড নং-০৫
১২.বৈকারী বাজার সংলগ্ন পুকুরের রাস্তার পাশে পাইলিং। ওয়ার্ড নং-০৫
১৩.বৈকারী গাবতলীর পুকুরের রাস্তার পাশে পাইলিং। ওয়ার্ড নং-০৫
১৪.বৈকারী দাউদ চেয়ারম্যানের পুকুরের রাস্তার পাশে পাইলিং। ওয়ার্ড নং-০৫
১৫. বৈকারী রেজাউলের বাড়ীর সংলগ্ন পুকুরে রাস্তার পাশে পাইলিং। ওয়ার্ড নং-০৫
১৬. মৃগীডাঙ্গা মোল্যাপাড়া তৈয়েবুরের পুকুরে রাস্তার পাশে পাইলিং। ওয়ার্ড নং-০৭
১৭. মৃগীডাঙ্গা বাহারের বাড়ীর পিছনের পুকুরে রাস্তার পাশে পাইলিং। ওয়ার্ড নং-০৭
১৮. মৃগীডাঙ্গা পশ্চিম মোল্যাপাড়া আইনুরের দোকানের সামনের পুকুরে রাস্তার পাশে পাইলিং। ওয়ার্ড নং-০৭
ট্যাক্স খেলাপী উন্নয়নের বাধা, সমাজের শত্রু, ট্যাক্স খেলাপীকে সামাজিক ভাবে বয়কট করুন।
৩নং বৈকারী ইউনিয়ন পরিষদের যে কোন সেবা গ্রহণ করতে হলে আপনার ট্যাক্স পরিশোধের রশিদ/পাশবহি সঙ্গে আনুন।