Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এক নজরে বৈকারী ইউনিয়ন

 

ইউনিয়নের সীমানা:উত্তরে কুশখালী,পূবে ঘোনা,দক্ষিণে ও পশ্চিমে ভারত।

স্থাপনকাল:১৯৫৯ সাল।

.

আয়তন:২৪.৬ কিলোমিটার।

মোট জনসংখ্যা:২০,৪৬৮। নারী-৯৬৯৮, পুরুষ-১০৭৭০। পরিবার সংখ্যা: ৪৯২৪, ভোটার সংখ্যা: ১১৮২২ জন।

মৌজা সংখ্যা:৮টি, মৌজার নাম: কালিয়ানী, ছয়ঘরিয়া, খলিলনগর, বৈকারী, কাথন্ডা, কয়ারপাড়া, মৃগীডাঙ্গা, দাঁতভাঙ্গা।

গ্রামের সংখ্যা:৭টি, গ্রামের নাম: কালিয়ানী, ছয়ঘরিয়া, খলিলনগর, বৈকারী, কাথন্ডা, কয়ারপাড়া, মৃগীডাঙ্গা।

হাট/বাজারের সংখ্যা:৪ টি, যথা-ছয়ঘরিয়া, বৈকারী, কাথন্ডা, মৃগীডাঙ্গা।

গ্রোথ সেন্টার:১টি, কাথন্ডা বাজার।

গ্রোথ সেন্টার অফিস:১টি, কাথন্ডা বাজার।

বিদ্যুত অভিযোগ কেন্দ্র: ১টি, কাথন্ডা বাজার।

টেলিকম টাওয়ার:২টি, বাংলালিংক, গ্রামীণফোন।

শিক্ষা প্রতিষ্ঠান:

কলেজঃ ২টি, সীমান্ত টেকনিক্যাল কলজে, দাঁতভাঙ্গা মহাবিদ্যালয়।

মাধ্যমিক বিদ্যালয়:১টি, বৈকারী মাধ্যমিক বিদ্যালয়।

মাদরাসার সংখ্যা:৬টি, ছয়ঘরিয়া আব্দুস সাত্তার দাখিল মাদরাসা, খলিলনগন মহিলা দাখিল মাদরাসা, বৈকারী এবতেদায়ী মাদরাসা, কাথন্ডা আমিনিয়া আলিম মাদরাসা, মৃগীডাঙ্গা মহিলা দাখিল মাদরাসা, মৃগীডাঙ্গা এবতেদায়ী মাদরাসা।

প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা:সরকারী ৪টি, বৈকারী সরকারী প্রাথমিক বিদ্যালয়, খলিলনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাথন্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয়, মৃগীডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়।

রেজিষ্টার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা:৩টি, ছয়ঘরিয়া রেজিষ্টার প্রাথমিক বিদ্যালয়, বৈকারী দক্ষিণপাড়া রেজিষ্টার প্রাথমিক বিদ্যালয়, নাপিতঘাটা রেজিষ্টার প্রাথমিক বিদ্যালয়।

শিক্ষার হার:৬০%

রাস্তাঘাট:পাকা রাস্তা ২ কি.মি., এইচবি রাস্তা ১১ কি.মি., কাচা রাস্তা ৪৭ কি.মি.।

কমপ্লেক্সভবন:১টি।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র: ১টি, কাথন্ডা।

কমিউনিটি ক্লিনিক:২টি, বৈকারী ও মৃগীডাঙ্গা।

বিওপি ক্যাম্প:১টি, বৈকারী। মোবাইল: ০১৭১৩-৩৬২০১৮

ডাকঘর:২টি, বৈকারী, মৃরগীডাঙ্গা।

মসজিদের সংখ্যা:২৮টি

পাঞ্জেগানার সংখ্যা:২০টি

মন্দির সংখ্যা:৪টি, বৈকারী কাপালীপাড়া, বৈকারী দক্ষিণপাড়া, বৈকারী কাপালীপাড়া নতুন মন্দির, কাথন্ডা কাপালীপাড়া।

ইদগাহ সংখ্যা:১১টি, শ্মশানঘাট- ২টি, কাথন্ডা সোতের বটতলা, বৈকারী দক্ষিণপাড়া।

রেজিষ্টার ক্লাবের সংখ্যা:১টি

খোয়াড়ের সংখ্যা:১১টি

নলকুপের সংখ্যা:১টি, গভীর নলকূপ: ২১টি, অগভীর নলকূপ: ১০৭৬টি, কৃষিকাজে ব্যবহত নলকূপের সংখ্যা: ৫৬টি।

সেচ ব্যবস্তার কাজে ব্যবহৃত নলকূপ:বিদ্যুত চালিত ৮টি, ডিজেল চালিত ৪৬টি, স্যালো: ৮৬টি।

জমির পরিমাণ:২৫৩৪ হেক্টর, মোট খালের পরিমাণ: ১০ কিলোমিটার

প্রধান প্রধান ফসল:ধান, পাট, গম, আলু, রসুন, সরিসা ইত্যাদি।

বল ফিল্ডের সংখ্যা:২টি, খলিলনগর, কাথন্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয়।